ইগনাসিয়া ফের্নান্দেজ। চিলির প্রগেসিভ ডেথ মেটাল ব্যান্ড ‘ডেসেসাস’-এর ভোকাল। কণ্ঠের গর্জন ছাপিয়ে, এবার নতুন পরিচয়ে চমকে দিলেন সবাইকে।

রোববার (৯ নভেম্বর ২০২৫) রাতে মর্যাদাপূর্ণ বৈশ্বিক সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ওয়ার্ল্ড’-এর চিলি পর্বের মুকুট ওঠল তারই মাথায়। ‘মিস ওয়ার্ল্ড চিলি’ হিসেবে তিনিই নিজ দেশের প্রতিনিধিত্ব করবেন আগামী বছর অনুষ্ঠিতব্য মূল মঞ্চে।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে রূপসি এই কণ্ঠশিল্পী লিখেছেন, ‘আমি নিজের সকল স্পৃহা নিয়ে এই দারুণ চ্যালেঞ্জ গ্রহণ করেছি এবং অন্তস্তল থেকে সেরাটুকু দিয়ে নিজ দেশের প্রতিনিধিত্ব করব।’
- ক্যানভাস অনলাইন
ছবি: সংগ্রহ

