ফখরুল আরেফিন খানের ছবি ‘গণ্ডি‘তে অভিনয় করছেন কলকাতার বিশিষ্ট অভিনেতা সব্যসাচী চক্রবর্তী, যিনি ‘ফেলুদা‘ চরিত্রে অভিনয় করে দুই বাংলার বাঙালিদের কাছে ব্যাপক জনপ্রিয়। গণ্ডির শুটিংয়ের জন্য ঢাকায় এসেছেন তিনি। উত্তরায় চলছে শুটিং। মঙ্গলবার শুটিংয়ের ফাঁকে একটি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন।
সব্যসাচী জানান, গণ্ডি ছবিটি বন্ধুত্বের সম্পর্কবিষয়ক। বন্ধুত্ব কোনো বয়সের শর্ত মানে না। মানে না কোনো সামাজিক বেড়া। এই ছবিতে এমন একজন প্রবীণ ব্যক্তির চরিত্রে অভিনয় করছেন সব্যসাচী, যিনি স্মৃতিভ্রমের রোগে ভুগছেন। এই অবস্থায় একজন প্রবীণার সঙ্গে তার বন্ধুত্ব হয়, যার স্বামী নেই। দুজনের মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে ওঠে। তারা বাইরে বেড়াতে যান। ফিরে এসে একদিকে ওই ব্যক্তি আবার স্মৃতি হারিয়ে ফেলেন। অন্যদিকে তাদের বন্ধুত্বের বিষয়টি সন্তানেরা ভালো চোখে দেখে না, নিছক বন্ধুত্বের ভিন্ন অর্থ তৈরি করে… এমনই গল্পের ছবিতে অভিনয় করছেন সব্যসাচী। এই ছবিসূত্রেই সুবর্ণা মুস্তাফার সঙ্গে প্রথম পরিচয় হয়েছে বলে জানালেন সব্যসাচী। তিনি বলেন, ফখরুল আরেফিন তার এই ছবির গল্প কলকাতায় গিয়ে শুনিয়েছিলেন। ছবির গল্পের প্লট শুনে সঙ্গে সঙ্গেই এই ছবিতে অভিনয় করতে তিনি রাজি হয়েছেন।
বাংলাদেশের সিনেমা আগামী দিনে অনেক দূর এগিয়ে যাবে বলে সব্যসাচীর আশা। তার মতে, ঢাকার ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিনিয়োগের পরিমাণ আরও বাড়বে, যেহেতু বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশে জিডিপির হার সবচেয়ে বেশি।