ঢাকায় আসছেন পাকিস্তানের সুফি গানের শিল্পী এবং উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী নুসরাত ফতেহ আলী খানের ভাতিজা রাহাত ফতেহ আলী খান। চ্যানেল লাইভ এন্টারটেইনমেন্ট নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে ঢাকায় আসছেন তিনি। প্রতিষ্ঠানটির কর্ণধার রুমা বলেন, ‘আমরা চ্যানেল লাইভ থেকে প্রতিবছরই বড় বড় শিল্পীকে নিয়ে কনসার্ট আয়োজন করে থাকি। সেই ধারবাহিকতায় এ বছর নিয়ে আসছি রাহাত ফতেহ আলী খানকে। তার আসার বিষয়ে সব কথা প্রায় চূড়ান্ত। সব ঠিক থাকলে নভেম্বরেই আমরা তাকে নিয়ে দেশে কনসার্ট করতে পারব।’
ঢাকার কোথায় রাহাত ফতেহ আলী খানকে নিয়ে কনসার্ট করা হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। তবে বসুন্ধরা কনভেনশন হল কিংবা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই কনসার্ট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন রুমা।
রাহাত পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ফয়সালাবাদে জন্মগ্রহণ করেন। তার পরিবারের অনেকে কাওয়ালি ও শাস্ত্রীয় ঐতিহ্যগত সঙ্গীতশিল্পী। তিনি ফারুখ ফাতেহ আলী খানের সন্তান। তিনি তার চাচা শাস্ত্রীয় সঙ্গীত ও কাওয়ালি শিল্পী নুসরাত ফতেহ আলী খানের কাছ থেকে সংগীতের তালিম লাভ করেন।
‘পাপ’, ‘ওমকারা’, ‘ওম শান্তি ওম’, ‘লাভ আজকাল’, ‘মাই নেম ইজ খান’, ‘রেডি’, ‘ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বাই’, ‘বডিগার্ড’, ‘হিরোইন’, ‘জান্নাত ২’, ‘দাবাং’, ‘দাবাং ২’, ‘ফাটা পোস্টার নিকলা হিরো’সহ বলিউডের বেশ কিছু সিনেমায় কণ্ঠ দিয়ে রাহাত ফতেহ আলী খান জনপ্রিয়তা অর্জন করেছেন।