skip to Main Content
ঢাকা রিজেন্সির সাঁতার-উদ্যােগ

সাঁতার কোর্স চালু করেছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। ছোট-বড় সবার জন্য। হোটেলটির রুফটপে অবস্থিত সুইমিংপুলের শান্ত জলরাশি আর মুক্ত আকাশের নিচে গড়ে ওঠা মনোরম পরিবেশে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জীবনের প্রতিটি ধাপে যেমন প্রয়োজন আত্মবিশ্বাস, ঠিক তেমনি নিজেকে রক্ষা করার ক্ষমতা। আর সাঁতার শেখা শুধু কোনো দক্ষতা অর্জন নয়; বরং জীবন রক্ষার একটি গুরুত্বপূর্ণ হাতিয়ারও। জলভীতিকে জয় করে আত্মবিশ্বাসের সঙ্গে জলে ভেসে থাকার আনন্দ, সুস্থ শরীরের জন্য দুর্দান্ত ব্যায়াম এবং মানসিক প্রশান্তির এক দারুণ উপায়। তাই সাঁতার হয়ে উঠেছে একটি অপরিহার্য লাইফস্টাইল।

ঢাকা রিজেন্সি নিয়ে এসেছে সুসজ্জিত সুইমিংপুলে এক্সপেরিয়েন্স ট্রেইনারের তত্ত্বাবধানে সুইমিং লার্নিং কোর্স ২১০০০ টাকায় ১৪টি সেশন; সঙ্গে তিন দিনের ফ্রি ট্রায়াল!

এ ছাড়াও, ঢাকা রিজেন্সির হেলথ ক্লাবে শুরু হয়েছে অত্যাধুনিক ফিজিওথেরাপি সার্ভিস। দক্ষ ও সংবেদনশীল মন নিয়ে পরিচালিত এই সার্ভিসে মিলেছে আধুনিক ফিজিওথেরাপির কৌশল আর ব্যক্তিগত যত্নের সংমিশ্রণ। ইনজুরি রিকভারি, পেইন থেকে রিলিফ, কারেক্ট পশ্চার এবং ভারসাম্য ফিরিয়ে আনার জন্য দারুণ কার্যকরী।

এই কার্যক্রমগুলো ঢাকা রিজেন্সির অতিথি, প্রিমিয়ার ক্লাব সদস্য এবং আগ্রহী সবার জন্য উন্মুক্ত। রয়েছে ফ্লেক্সিবল টাইম টেবিল, এক্সক্লুসিভ স্টারটিং প্যাকেজ এবং কাস্টমাইজড করার সুযোগ। বিস্তারিত জানতে +৮৮ ০১৭১৩৩৩২৫৪০ নম্বরে ফোনকল অথবা অফিশিয়াল ফেসবুক পেজ https://www.facebook.com/dhakaregencyhotel-এ ভিজিট করতে পারেন।

  • ক্যানভাস অনলাইন
    ছবি: সংগ্রহ এবং ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট-এর সৌজন্যে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top