ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট বাংলাদেশ সেনাবাহিনী আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২৪ এর হসপিটালিটি পার্টনার হিসেবে গর্বের সঙ্গে আয়োজক বাংলাদেশ সেনাবাহিনী কে সহযোগিতার ঘোষণা দিয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২৪- এ রেকর্ড-ব্রেকিং সংখ্যক অংশগ্রহণকারী অংশগ্রহন করায় শুক্রবার ঢাকা শহর প্রাণবন্ত হয়ে ওঠে। ৬০০০ জনেরও বেশি দৌড়বিদ সহ আন্তর্জাতিক ক্রীড়াবিদ ও স্পিরিটেড সাউথ এশিয়ান রানার এই ম্যারাথন –এ অংশগ্রহন করেছেন৷ তাদের মধ্যে ৫ হাজারের বেশি বাংলাদেশি দৌড়বিদ এই ম্যারাথনে যোগ দিয়েছেন!!
বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন প্রথম অনুষ্ঠিত হয়েছিল ১০ জানুয়ারী, ২০২১- এ বঙ্গবন্ধুর ১০০ তম জন্মবার্ষিকীতে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপনের জন্য। এরপর থেকে প্রতিবছর এই তাৎপর্যপূর্ণ ঘটনাকে স্মরণীয় করে রাখতে এটি অনুষ্ঠিত হয়ে আসছে। ২০২১ সালে, ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট প্রথমবারের মতো বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনে হসপিটালিটি পার্টনার হিসেবে যোগ দেয়। তারই ধারাবাহিকতায় এবারো ঢাকা রিজেন্সি এই পুরা ইভেন্ট এর একজন গর্বিত হসপিটালিটি পার্টনার হিসেবে যুক্ত হয়।
২৬ শে জানুয়ারী ২০২৪ তারিখে সেনাবাহিনী কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২৪ অনুষ্ঠিত হয়।
ফুয়াদ/ক্যানভাস অনলাইন