বিজয়ের ৫০ বছরে পদার্পণ উপলক্ষে ঢাকা রিজেন্সী হোটেল অ্যান্ড রিসোর্ট ১৮ ডিসেম্বর ২০২০-এ বাচ্চাদের জন্য একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছিল। তবে এবার বাচ্চাদের সুরক্ষা ব্যবস্থা গ্রহণের জন্য অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ঢাকা রিজেন্সী কিছুটা ভিন্ন উপায়ে এই প্রতিযোগিতার আয়োজন করেছিল, যেখানে ৫-১২ বছরের বয়সের মধ্যে তিন শ এর বেশি প্রতিযোগীরা এই অনলাইন প্রতিযোগিতায় অংশ নিয়েছে। প্রতিযোগীরা দুটি গ্রুপে বিভক্ত হয়েছিল (এ গ্রুপ এবং বি গ্রুপ)। প্রথমবারের মতো দেশের বাইরের প্রতিযোগীরাও এতে অংশ নিয়েছিল।
‘আমাদের বিজয়-আমাদের বাংলাদেশ’-বিষয়টি চিত্রাঙ্কনের মাধ্যমে শিশুরা যাতে তাদের শৈল্পিক দক্ষতা ও অভিব্যক্তি দিয়ে প্রতিভার বিকাশ ঘটাতে পারে, এটাই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ঢাকা রিজেন্সীর পক্ষ থেকে প্রতি গ্রুপ থেকে দুই জন বিজয়ীকে পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে পরিবারসহ রাত্রিযাপন, সাথে থাকছে ব্রেকফাস্ট ও ডিনার এবং দুই জন রানার আপকে পরিবারসহ বুফে ডিনার উপভোগ করার সুযোগ। ০৯ জানুয়ারি ২০২১-এ ঢাকা রিজেন্সীর রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট ‘গ্রিল অন দা স্কাইলাইন’-এ আয়োজন করা হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন বিজয়ী, রানার আপ ও তাদের পরিবারের সদস্য এবং ঢাকা রিজেন্সীর পৃষ্টপোষকরা।