দীপাবলির উৎসব শুরু হয় সন্ধ্যা থেকে। তাই পোশাকে রাতের জন্যে উপযোগী রং বেছে নেয়াই হবে যুক্তিযুক্ত। কালার প্যালেটের একদম গাঢ় শেড গুলোতে মনোযোগ দেয়া যেতে পারে এ সময়ে। কালো, মেরুন, নেভি ব্লু এসব শেড হবে উপযুক্ত। এছাড়া সোনালিকেও রাখা যেতে পারে। সলিড কালার পোশাক না চাইলে উজ্জল আর গাঢ় রঙের সংমিশ্রণের পোশাক বেছে নিতে পারেন। ফ্লাওয়ার প্রিন্টও বেশ মানাবে। আর এম্বলিশমেন্টের ক্ষেত্রে একটু জাঁকজমক নকশা বেছে নেয়ার জন্যে উপযুক্ত এই সন্ধ্যা। ফেব্রিক পছন্দ করার ক্ষেত্রে থাকতে হবে সচেতন। কারন, দীপাবলি সন্ধ্যা মানেই প্রদীপ আর বাজির আয়োজন। অল্পতেই আগুনে পুরে যায় এমন ফেব্রিক এসময়ে ব্যবহার না করাই ভালো। সুতি ফেব্রিক বেছে নেয়া যেতে পারে। শতভাগ সিনথেটিকে বিগ নো। একই সাথে খেয়াল রাখতে হবে ওড়না এবং জামার ঝালরের দিকে। আগুনের সংস্পর্শে থাকতে হবে সাবধানে।
লেখাঃ সারাহ্/অনলাইন
ছবিঃ ইন্টারনেট