আজ বৃহস্পতিবারে অনেকেই পাচ্ছেন সপ্তাহ শেষের ছুটি। তার উপরে হ্যালোইন আর দীপাবলির দাওয়াত আরেক কাঠি সরেস করেছে আজকের সন্ধ্যাটাকে।
তবে, তৈরি হওয়ার যোগাড় করতে গিয়ে চুলের দিকে তাকিয়ে আনন্দ উবে যেতে পারে অনেকেরই। কেন? দৈনন্দিন ব্যস্ত জীবনে চুলের যত্ন করার সুযোগ কমই পাওয়া যায়। রোজের তাড়াহুড়োয় শ্যাম্পু আর কন্ডিশনারেই থাকতে হয় তৃপ্ত। তার উপরে দূষণ! চুল এমনিতেই খসখসে হয়ে ওঠে। আবার, বাতানুকূল ঘরে বসে কাজের প্রভাবও পরে চুলের স্বাস্থ্যে। সারাদিন পরে দেখা যায় চুল রুক্ষ, আঠালো হয়ে গিয়েছে। চিরুনি দিয়ে আঁচড়াতে গেলেই জট পড়ছে। অফিসের পার্টি থাকলে, চিন্তা শুরু হয় এমন রুক্ষ চুল নিয়ে উৎসবে যাবেন কি করে! সে উপায় আছে। ব্যাগে রাখুন হেয়ার স্প্রে। সহজেই তৈরি করে নিন।
গোলাপজল, ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল আর একটি স্প্রে বোতল থাকলেই চলবে। এক কাপ পরিমাণ গোলাপজল নিন। তাতে মেশান তিন থেকে পাঁচ ফোঁটা ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল। ভাল করে ঝাঁকিয়ে মিশিয়ে নিন। এ বার সেই তরল স্প্রে বোতলে ভরে শক্ত করে মুখ বন্ধ করে দিন। কোথাও যাওয়ার আগে সারা চুলে স্প্রে করে নিন এই মিশ্রণটি। চুল ঝলমলে, নরম হবে।
শুধু মনে রাখতে হবে যতটা প্রয়োজন ঠিক ততটা ব্যবহারেই পাওয়া যাবে সমাধান । আর, এই স্প্রে শুধুই চুলের জন্যে। তালু স্পর্শ না করাই ভালো।
- সারাহ্/ক্যানভাস অনলাইন
ছবি: ইন্টারনেট