নারীদের প্ল্যাটফর্ম ‘পাওয়ার অব সি’ গত শুক্র ও শনিবার (১ ও ২ মার্চ ২০২৪) রাজধানীর মাইডাস সেন্টারে আয়োজন করেছিল ‘উইমেন এম্পাওয়ারমেন্ট মিট অ্যান্ড ফেয়ার’। এই ইভেন্টে আত্মপ্রত্যয়ী নারী উদ্যোক্তারা অংশ নেন। একই সঙ্গে সেখানে একজন মেয়ের জীবনের সঙ্গে জড়িত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার আয়োজনও ছিল। প্রথম দিন সকালে দুদিনের এই যাত্রার উদ্বোধন করেন অভিনেত্রী ও সঙ্গীতশিল্পী মেহের আফরোজ শাওন।
মেলায় উদীয়মান নারী উদ্যোক্তারা তাদের সৃজনশীলতার পরিচয় দেন কাজের মাধ্যমে। পোশাক, গয়না, ব্যাগ, অন্দরসাজের সরঞ্জাম, খাবারের দোকানসহ নানা কিছুর পসরা ছিল সেখানে। ইভেন্ট ঘুরে দেখা যায় দেশীয় পণ্য কেনাবেচায় আগ্রহ রয়েছে বিক্রেতা ও ক্রেতা– উভয় পক্ষের। পাবনার তাঁতের শাড়ি, ভেজিটেবল ডাইয়ে রাঙানো পোশাক, কাঠের তৈরি গয়না, জামদানি, চামড়ার ব্যাগসহ নানা কিছু ছিল উঠোন জুড়ে। খাবারের দোকানের আয়োজন ছিল জমজমাট। যেখানে ঝালমুড়ি-কাবাবেরর মতো স্ন্যাকসের পাশাপাশি হাসের মাংসের ঝোল-ঝাল, টক-ঝাল-মিষ্টি আচার, কাপকেক, চা– সব কিছুই ছিল। ঘরে তৈরি মশলা নিয়ে উপস্থিত ছিল গৃহিণী নামের একটি ব্র্যান্ড।
‘স্টুডেন্ট কর্নার’ শিরোনামে একটি নির্ধারিত জায়গা বিনামূল্যে দেওয়া হয়েছিল ছাত্র উদ্যোক্তাদের। লটারির মাধ্যমে নির্বাচন করা হয়েছে তিনটি ব্র্যান্ডকে। উদ্দেশ্য তরুণদের জন্য ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি। যাতে তাদের এগিয়ে যাওয়ার পথ কিছুটা হলেও মসৃণ হয়।
‘পাওয়ার অব সি’র প্রজেক্ট চিফ সাবিনা সাবি বলেন, ‘একজন নারী বন্ধুর পথ পাড়ি দিয়ে ব্যবসা করেন। বহু বছর ধরে কঠিন সংগ্রামের মাধ্যমে এগিয়ে চলছেন আমাদের মেয়েরা। নিজেকে প্রমাণে বারবার বাধ্য হন তারা। শুধু ব্যবসায়ী হিসেবে নয়, নিজেকে একজন নারী হিসেবেও প্রমাণ করার প্রয়োজন পড়ে। এই পথ কিছুটা মসৃণ করার জন্য এই উদ্যোগ। উদীয়মান ও নতুন উদ্যোক্তাদের পাশে দাঁড়াতে এমন ইভেন্ট ডিজাইন করেছি আমরা। নারী-পুরুষ উভয় মিলেই বাংলাদেশ। পা মিলিয়ে এগিয়ে গেলেই দেশের যথাযথ উন্নয়ন সম্ভব বলে মনে করি।’
নারীদের সুস্থতা এবং ব্যবসাকে এগিয়ে নিতে ইতিবাচক ভূমিকা রাখবে এমন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বিশেষজ্ঞ ব্যক্তিরা। এর মধ্যে সাইবার বুলিং, অনলাইন ব্যবসার প্রতিবন্ধকতা, চল্লিশ পেরোনো নারীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা, স্টার্টআপ বিজনেসে নারীর প্রতিবন্ধকতা-সমাধান এবং কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা ও করণীয় শীর্ষক সেমিনার সফলভাবে সম্পন্ন হয়। উপস্থিত দর্শকদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা উপকৃত বোধ করেছেন।
- সারাহ্/ ক্যানভাস অনলাইন
ছবি: আয়োজকদের সৌজন্যে