৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এই বিশেষ দিবস ঘিরে, নারীর প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ কালেকশন প্রকাশ করেছে দেশি ফ্যাশন ব্র্যান্ড রঙ বাংলাদেশ।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্র্যান্ডটি জানায়, বেগুনি রংকে ধরা হয় নারী দিবসের প্রতীক হিসেবে। মূলত এই রং দিয়ে সূর্যের অতিবেগুনি রশ্মিকে বোঝানো হয়। নারীরা ঠিক সূর্যের অতিবেগুনি রশ্মির মতো শক্তিশালী। রঙ বাংলাদেশের ওয়েবসাইট (www.rang-bd.com), ফেসবুক পেজ (www.facebook.com/rangbangladesh) ও আউটলেটে থাকবে নারী দিবসের আয়োজন।
ব্র্যান্ডটির প্রতিটি আউটলেটে ও অনলাইনে নারীদের জন্য নিয়মিত আয়োজনের মধ্যে রয়েছে শাড়ি, থ্রিপিস, কামিজ, ওড়না, কুর্তি, টপস্, ব্লাউজ, মাস্ক, গহনা, মগ, ব্যাগ। আরও রয়েছে জুয়েলারি ও নানা উপহার সামগ্রী।
যেকোনো প্রয়োজনে ফোন/হোয়াটসঅ্যাপ নম্বর: ০১৭৭৭৭৪৪৩৪৪ এবং ০১৭৯৯৯৯৮৮৭৭।
- ক্যানভাস অনলাইন
ছবি: রঙ বাংলাদেশ-এর সৌজন্যে