ব্ল্যাকবেরি মোবাইল ফোনপ্রেমীদের জন্য সুখবর নিয়ে আসছে ব্ল্যাকবেরি মোবাইল ফোন কোম্পানি। আগামী ৭ জুন নাগাদ তারা বাজারে আনছে ‘ব্ল্যাকবেরি কি ওয়ান’-এর পরবর্তী সংস্করণ ব্ল্যাকবেরি কি টু। এর আগে ‘ব্ল্যাকবেরি কি ওয়ান’ মোবাইল সেট বহুল জনপ্রিয় হয়েছিল। এর দীর্ঘদিন পর নতুন কোনো সংস্করণ বাজারে আনছে কোম্পানিটি। শুরুতে এটি আসবে নিউইয়র্কের বাজারে।
প্রিমিয়াম এই হ্যান্ডসেটে থাকবে ব্ল্যাকবেরির আইকনিক কি-প্যাড। তাদের ফিজিক্যাল কিবোর্ড এর আগে ভক্তদের মাঝে সাড়া ফেলে দিয়েছে।
‘ব্ল্যাকবেরি কি টু’র কি-প্যাডে থাকছে জেশ্চার এবং মাল্টিটাচ-সাপোর্টেড ডিসপ্লে। ডিসপ্লেটি ৩:২ রেশিওতে থাকার সম্ভাবনা রয়েছে। আরও থাকতে পারে ৩.৫এমএম অডিও জ্যাক, ইউএসবি টাইপ-সি পোর্ট। এ ছাড়া থাকবে ৪জি এলটিইর সঙ্গে ডুয়াল সিম সাপোর্ট।
ইতিমধ্যে কিছু সাইটে ফাঁস হয়ে যাওয়া ‘ব্ল্যাকবেরি কি টু-এর ছবি দেখে আন্দাজ করা হয়েছে, এর বডি হবে প্লাস্টিক নির্মিত। কি-প্যাডে থাকবে ম্যাট ফিনিশ। এতে স্ন্যাপড্রাগন ৬৬০ এসওসি, ছয় জিবি র্যাম ছাড়াও অ্যান্ড্রয়েড অরিও দেওয়া হবে।