নেপালের কাঠমান্ডুতে ১৬ থেকে ১৮ মার্চ পর্যন্ত হয়ে গেল ষষ্ঠতম সার্ক বিজনেস লিডার্স কনক্লেভ। এই উপলক্ষে ১৭ মার্চ সার্ক চেম্বারের আয়োজনে ছিল নজরকাড়া ফ্যাশন শো। এতে অংশগ্রহণ করে সার্কের ৭টি দেশ বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল, পাকিস্তান, আফগানিস্তান ও শ্রীলংকা। এই শোতে ছিল বিবিআনার ফ্যাশন ডিজাইনার লিপি খন্দকারের ডিজাইনে বাংলাদেশের ঐতিহ্যবাহী খাদি কাপড়ের ওপর রিকশা মোটিফের সমন্বয়ে পোশাকের কালেকশন । যা গ্রহণযোগ্যতা পায়। সার্ক অন্তর্ভুক্ত ৮টি দেশের অতিথিরা বর্ণাঢ্য এই ফ্যাশন শো উপভোগ করেন।
পুরো ফ্যাশন শোর মেকওভার ছিলেন বাংলাদেশের ডিভাইন বিউটি লাউঞ্জের বাপন রহমান। আরও ছিলেন হেয়ারস্টাইলিস্ট ইমাম হাসান এবং সঙ্গে দুজন খ্যাতিমান মডেল মারিয়া ও মিয়াম। অনুষ্ঠানটি উদ্বোধন করেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি। উপস্থাপনা করেন সার্ক চেম্বারের প্রেসিডেন্ট নেপালের সুরায ভেদিয়া এবং তার পত্নী রিতু ভেদিয়া।