ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব বাংলাদেশের আয়োজনে শুরু হচ্ছে “ঐতিহ্য সপ্তাহ” উৎসব। যার নামকরণ করা হয়েছে “নব আনন্দে বৈশাখ”। এই উৎসবে প্রদর্শিত হবে বিভিন্ন ঐতিহ্যবাহী পোশাক এবং নান্দনিক ডিজাইন। আরও থাকবে ফ্যাশন শো। উৎসবে দশজন ডিজাইনার অংশগ্রহণ করবেন। তারা হলেন মাহিন খান, কুহু প্লামন্দন, বিপ্লব সাহা, ফারাহ আঞ্জুম বারী, শাহরুখ আমিন, নওশীন খায়ের, লিপি খন্দকার, চন্দনা দেওয়ান, মারিয়া ইসলাম, রূপো শামস। এ ছাড়া মাস্টার কারুশিল্পীদের বিভিন্ন শিল্পকর্মও প্রদর্শিত হবে। সঙ্গীতের অংশ হিসেবে থাকবে বাউলগান। সিটি ব্যাংক লিমিটেডের সহযোগিতায় এই উৎসব শুরু হবে ৩১ মার্চ বেলা ১১টায়। চলবে দুই দিন।
Related Projects
গানে গানে ‘পোলাপাইন’-এর মন বিচলিত করে নেট-সেলিব্রিটি টুম্পা
- June 2, 2018
‘‘পোলা ও পোলা রে তুই অপরাধী রে
মেগা ডিলে রিজেন্সি
- August 28, 2024
এই ইভেন্টে এক্সক্লুসিভ রুম প্যাকেজ থেকে শুরু করে ডাইনিং ও ফিটনেস উপভোগে সবার জন্য রয়েছে ভিন্ন ভিন্ন অফার