বিউটি সার্ভিস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (বিএসওএবি)-এর আয়োজনে বহুল প্রতীক্ষিত ‘হেয়ার অ্যান্ড বিউটি ফেস্ট ২০২৪’ সাফল্যের সঙ্গে সমাপ্ত হয়েছে। ইভেন্টটির মাধ্যমে দেশের বিউটি ইন্ডাস্ট্রিতে দীর্ঘমেয়াদী প্রভাব বিস্তার হবে বলে আশা করা হচ্ছে।
রাজধানীর আইসিসিবিতে অনুষ্ঠিত দুই দিনব্যাপী উৎসবের প্রথম দিনে (১১ ফেব্রুয়ারি) প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন শিল্পমন্ত্রী মো: নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। দ্বিতীয় দিন (১২ ফেব্রুয়ারি) প্রধান অতিথি হিসেবে সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনির সমাপনী বক্তব্যের মাধ্যমে ইভেন্টের সমাপ্ত হয়।
সমাপনী বক্তব্যে সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘হেয়ার অ্যান্ড বিউটি ফেস্ট ২০২৪ সৃজনশীলতা এবং সামাজিক দায়বদ্ধতার প্রচারে শিল্পের প্রতিশ্রুতির উদাহরণস্বরূপ। এটি এমন একটি প্ল্যাটফর্ম, যা সৌন্দর্যকে উদযাপনের পাশাপাশি ক্ষমতায়ন, ভোক্তা অধিকার এবং নৈতিক মূল্যবোধের ওপর জোর দিচ্ছে।’
বিএসওএবি’র প্রেসিডেন্ট কানিজ আলমাস খান সমাপনী বক্তব্যে বলেন, ‘হেয়ার অ্যান্ড বিউটি ফেস্ট ২০২৪ দেশের বিউটি ইন্ডাস্ট্রিকে ত্বরান্বিত করতে, পরিবর্তন নিয়ে আসতে, সদস্যদের ক্ষমতায়ন ও নতুনদের অনুপ্রাণিত করার উদ্দেশ্যে আয়োজন করা হয়েছে। এই অনন্য যাত্রায় সকলকে আমাদের সঙ্গে যোগদানের জন্য আমি আহ্বান জানাচ্ছি। আসুন, আমরা সকলে মিলে এই শিল্পকে নতুনভাবে সংজ্ঞায়িত করি।’
উল্লেখ্য, সেমিনার, ডেমনস্ট্রেশন, ফ্যাশন কিউ-সহ নানা আয়োজনে সমৃদ্ধ এ ধরনের ফেস্টিভ্যাল ছিল দেশে এবারই প্রথম। একে নিয়মিত করার প্রতিশ্রুতি দিয়েছেন আয়োজকরা।
- সারাহ্ দীনা/ ক্যানভাস অনলাইন
ছবি: বিএসওএবি’র সৌজন্যে