skip to Main Content
পর্যটন দিবসে গোল্ডেন টিউলিপ দ্য গ্র্যান্ডমার্ক ঢাকা

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ২৭ সেপ্টেম্বর ২০২৫, সকালে রাজধানীর গুলশান-২ থেকে বনানী পর্যন্ত এক র‍্যালিতে অংশ নেয় গোল্ডেন টিউলিপ দ্য গ্র্যান্ডমার্ক ঢাকা। এবারের প্রতিপাদ্য ‘টুরিজম অ্যান্ড সাসটেইনেবল ট্রান্সফরমেশন’-এর প্রতি সমর্থন জানাতেই এই কর্মসূচি আয়োজন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে হোটেলটির কর্মীরা স্থানীয় পর্যটন সংশ্লিষ্টদের সঙ্গে একত্রে ব্যানার ও সচেতনতামূলক লিফলেটের মাধ্যমে দায়িত্বশীল ভ্রমণ, পরিবেশ সংরক্ষণ ও সামাজিক কল্যাণে পর্যটনের গুরুত্ব তুলে ধরেন।

জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা (ইউএন টুরিজম) এ বছরের প্রতিপাদ্যে জোর দিয়েছে, পর্যটন শিল্পকে প্রবৃদ্ধির বাইরে গিয়ে টেকসই পরিবর্তনের চালিকাশক্তি হতে হবে। গোল্ডেন টিউলিপ দ্য গ্র্যান্ডমার্ক ঢাকা জানিয়েছে, তারা ইকো-ফ্রেন্ডলি কার্যক্রম, স্থানীয় সরবরাহকারীকে অগ্রাধিকার ও সম্প্রদায় উন্নয়নে অবিচল প্রতিশ্রুতিবদ্ধ।

বিশেষ দিনটি উপলক্ষে হোটেলের ইন-হাউস ক্যাফে– ‘ক্যাফে ডি টিউলিপ’ অতিথিদের জন্য কফি ও পেস্ট্রিতে ৫০% ছাড় ঘোষণা করে।

  • ক্যানভাস অনলাইন
    ছবি: গোল্ডেন টিউলিপ দ্য গ্র্যান্ডমার্ক ঢাকা’র সৌজন্যে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top