পিউ কাহা। দেশি ফ্যাশন ইন্ডাস্ট্রির প্রতিশ্রুতিশীল মডেল। র্যাম্পের পাশাপাশি স্টিল, টিভিসি এবং থিয়েটারেও তার দৃপ্ত পদচারণা।
ঢাকায় জন্মগ্রহণ করা ও বেড়ে ওঠা পিউ সদ্যই স্নাতক সম্পন্ন করেছেন ইডেন মহিলা কলেজ থেকে। এর আগেই, ২০১৭ সালে মিডিয়ায় কাজ শুরু তার। পথচলার গল্পে ক্যানভাসকে বলেন, ‘শুরুর দিকে মূলত ফ্যাশন শো, ফটোশুট এবং টিভি বিজ্ঞাপনে (টিভিসি) কাজ করেছি। ব্রেকথ্রু কাজ ছিল ব্র্যাক ও বসুন্ধরা কোম্পানির টিভিসি, যা থেকে মিডিয়ায় আমার পরিচিতি বাড়ে।’
জীবন যেহেতু ফুলের বিছানা নয়, ফলে কোনো মাধ্যমেই পথচলা শুরু করা নিষ্কণ্টক নয় আদৌ। বললেন, ‘প্রথমদিকে মিডিয়ায় নিজের জায়গা তৈরি করতে কিছুটা কষ্ট ছিল। বিশেষ করে নতুন মুখ হিসেবে প্রতিযোগিতা ছিল তীব্র। তবে পরিশ্রম ও সততার মাধ্যমে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা এবং নিজেকে যথাসম্ভব প্রতিষ্ঠিত করেছি।’
বর্তমানে ফ্যাশন মডেলিং, টিভিসি ও ফটোশুটেই ব্যস্ততা বেশি পিউর। পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মের কিছু প্রজেক্টে কাজ করার কথাও চলছে নাট্যদল প্রাচ্যনাটে অভিনয়ের ওপর কোর্স করা এবং থিয়েটারের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত এই তরুণীর। ‘থিয়েটার নিয়ে আমি খুবই আগ্রহী, কারণ এটি অভিনয়ের বেসিক দক্ষতাগুলোকে আরও শাণিত করে,’ অভিমত তার।
পর্দায় অভিনয় সম্পর্কে আত্মবিশ্বাসের সঙ্গে বললেন, ‘ভবিষ্যতে ওটিটি প্ল্যাটফর্ম, সিনেমা এবং টিভি নাটকে কাজ করতে চাই। অভিনয়ের জন্য নিজেকে প্রস্তুত করছি এবং ভালো স্ক্রিপ্ট পেলে কাজ করার ইচ্ছা রয়েছে।’
টিভিসির অভিজ্ঞতা সম্পর্কে তার ভাষ্য, ‘উল্লেখযোগ্য কাজের মধ্যে আছে বিভিন্ন ব্র্যান্ড, সোশ্যাল অ্যাক্টিভিটির মতো বিজ্ঞাপন। প্রতিটি প্রজেক্টে নতুন কিছু শিখেছি এবং তা আমার অভিজ্ঞতাকে সমৃদ্ধ করেছে।’
ফ্যাশন মডেলিং নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে নিজের পরিচিতি বাড়ানোর স্বপ্ন বুনছেন পিউ। দেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিকে তুলে ধরতে চান বিশ্বমঞ্চে।
- ক্যানভাস অনলাইন
ছবি: পিউ কাহা’র সৌজন্যে