পরিবেশ বাঁচাতে মরিয়া হয়ে উঠেছে বিশ্ব। তাই জিনিসপত্র তৈরিতে অপাচ্য ও অজৈব উপাদান ছেড়ে সহজপাচ্য ও জৈব উপাদানে ঝুঁকছে নির্মাতা প্রতিষ্ঠানগুলো। যানবাহনের ওপরও পড়েছে টেকসই দুনিয়ার প্রভাব। আফ্রিকার ঘানায় তৈরি হচ্ছে বাঁশের তৈরি সাইকেল। এ ধরনের সাইকেল তৈরি করছে ‘মাইবু’ নামের প্রতিষ্ঠান। পরিবেশবান্ধব সাইকেল ব্যবহার করছেন জার্মানের নাগরিকেরা। দেশটির উত্তর কিল অঞ্চলে রাজপথের অন্যতম বাহন সাইকেল। ২০১২ সালে বাঁশের প্রতি আগ্রহ জাগে মাক্সিমিলিয়ান শাই ও ইয়োনাস স্টলৎস নামের দুজন ছাত্রের৷ শিক্ষার্থী অবস্থাতেই তারা প্রতিষ্ঠা করেন মাইবু। উত্তর জার্মানির একটি উৎপাদনকেন্দ্রে সাইকেলগুলো বিক্রির জন্য প্রস্তুত করা হয়৷ এ ধরনের একটি সাইকেলের ফ্রেম তৈরি হতে প্রায় ৮০ ঘণ্টা সময় লাগে৷
মাইবু কোম্পানির বাঁশের তৈরি একেকটি সাইকেলের দাম প্রায় দেড় থেকে চার হাজার ইউরো৷ জার্মানির অনেক ক্রেতাই এখন গাড়ির বিকল্প হিসেবে বাঁশের তৈরি সাইকেল ব্যবহার করেন৷ প্রাকৃতিক উপাদানে তৈরি সাইকেল একদিকে যেমন পরিবেশ রক্ষা করছে, অন্যদিকে উন্নত ডিজাইনের ক্ষেত্রেও জায়গা করে নিচ্ছে৷