আমেরিকান সংবাদমাধ্যম বাজফিড দক্ষিণ এশিয়ার সবচেয়ে আকর্ষণীয় পুরুষের তালিকা তৈরি করেছে। তাতে ২৩ জনের মধ্যে ৪ জন বাংলাদেশি। তারা হলেন র্যাম্প মডেল আসিফ আজিম, মডেল ইফতেখার জাইব, নিবিড় আদনান নাহিদ ও অভিনেতা জ্যান উদ্দিন। তালিকার প্রথমে ঋত্বিক রোশন। এরপর বিদ্যুৎ জামওয়াল। রনবীর সিংয়ের নাম টপকে দশম স্থান জিতে নিয়েছেন আসিফ আজিম। এগারোতম অবস্থানে রণবীর সিং। ইফতেখার জাইব আছেন ১৩ নম্বরে। এদিকে জন আব্রাহামকে পেছনে ফেলে এগিয়ে আছেন জ্যান উদ্দিন। জন আব্রাহাম ২০ নম্বরে। জ্যান উদ্দিন ১৭তম। এ ছাড়া নিবিড় আদনান নাহিদ ২২ নম্বরে। আসিফ আজিম, ইফতেখার জাইব ও নিবিড় আদনান নাহিদ বাংলাদেশের নামি ফ্যাশন হাউজগুলোর মডেল হয়েছেন। বিদেশি শোতেও অংশ নিয়েছেন।
Related Projects
অংশীদারত্বে রেডিংটন-গুগল ক্লাউড
- January 19, 2025
দক্ষিণ এশিয়ার ব্যবসাগুলোর জন্য যে গুগল ওয়ার্কস্পেস এবং ক্লাউড সলিউশন নিয়ে এসেছে রেডিংটন, তাতে বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা এবং মালদ্বীপের ব্যবসাগুলো এখন গুগল ক্লাউডের মাধ্যমে আরও কার্যকর এবং প্রযুক্তিনির্ভর হবে
মেহজাবীন ও সিয়ামের সঙ্গে ‘সিল্কি সিল্কি ডান্স চ্যালেঞ্জ’
- March 31, 2024
নাচের প্রতি যাদের ভালোবাসা আছে তাদের জন্য ‘সিল্কি সিল্কি ড্যান্স চ্যালেঞ্জ’ ক্যাম্পেইনটি চমৎকার একটি সুযোগ। সেরা অংশগ্রহণকারীরা বাংলাদেশের জনপ্রিয় এই দুজন সেলিব্রেটির সঙ্গে ফিচার হওয়ার এবং প্যারাসুট অ্যাডভান্সড অ্যালোভেরার পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ পাবেন
রিজেন্সীর হ্যালোইন আয়োজন
- October 23, 2023
৩১ অক্টোবর ২০২৩ সন্ধ্যা থেকে রাত অবধি ঢাকা রিজেন্সীতে চলবে 'হ্যালোইন নাইট পার্টি অন দ্য স্কাইলাইন'। পাশাপাশি ভোজনরসিকদের জন্য রয়েছে বিশেষ আয়োজন