আমেরিকান সংবাদমাধ্যম বাজফিড দক্ষিণ এশিয়ার সবচেয়ে আকর্ষণীয় পুরুষের তালিকা তৈরি করেছে। তাতে ২৩ জনের মধ্যে ৪ জন বাংলাদেশি। তারা হলেন র্যাম্প মডেল আসিফ আজিম, মডেল ইফতেখার জাইব, নিবিড় আদনান নাহিদ ও অভিনেতা জ্যান উদ্দিন। তালিকার প্রথমে ঋত্বিক রোশন। এরপর বিদ্যুৎ জামওয়াল। রনবীর সিংয়ের নাম টপকে দশম স্থান জিতে নিয়েছেন আসিফ আজিম। এগারোতম অবস্থানে রণবীর সিং। ইফতেখার জাইব আছেন ১৩ নম্বরে। এদিকে জন আব্রাহামকে পেছনে ফেলে এগিয়ে আছেন জ্যান উদ্দিন। জন আব্রাহাম ২০ নম্বরে। জ্যান উদ্দিন ১৭তম। এ ছাড়া নিবিড় আদনান নাহিদ ২২ নম্বরে। আসিফ আজিম, ইফতেখার জাইব ও নিবিড় আদনান নাহিদ বাংলাদেশের নামি ফ্যাশন হাউজগুলোর মডেল হয়েছেন। বিদেশি শোতেও অংশ নিয়েছেন।
Related Projects
রঙ বাংলাদেশে মূল্য হ্রাস
- November 6, 2022
রঙ বাংলাদেশ এর ‘বছর শেষের সেল’ অফারটি চলবে ১ নভেম্বর হতে ৩০ নভেম্বর ২০২২ পর্যন্ত
অনলাইনে ‘রিয়েলমি সি থ্রি– দেশের সেরা পছন্দ’ লঞ্চ করল রিয়েলমি
- May 18, 2020
ব্র্যান্ড রিয়েলমি ১৭ মে অনলাইনে…

