আজ আষাঢ় মাসের প্রথম দিন। আকাশে মেঘের ভেলা সকাল থেকে। অভিমানী মেঘ বৃষ্টি ঝরাবে যখন-তখন!
আজকের মেঘলা দিনে অফিস শেষে বর্ষা উদযাপনের কুইক প্ল্যান করতে পারেন। কীভাবে? গায়ে যে রঙের জামা-ই থাকুক না কেন, তা নিয়ে ভাববেন না। নীলই হতে হবে, এমন নয়। সাদা কিংবা ছাই হতে পারে, এই রং মেঘ আজ আকাশজুড়ে। উজ্জ্বল যেকোনো রং হতে পারে।
বর্ষায় ফোটে হাজার রকম ফুল। আর যদি কালো হয়ে থাকে পোশাক? ভালো তো! আকাশ কালো করেই তো বর্ষা আসে, তাই না?
প্রিয় বন্ধুর কখন সময় হবে জেনে নিতে পারেন। কিংবা অফিসের কোনো কলিগের সঙ্গে হতে পারে পরিকল্পনা। বাবা-মা ফ্রি থাকলে তাদের সঙ্গেও কথা বলতে পারেন। মোট কথা আপনার যার সঙ্গে সুন্দর সময় কাটে, তার সঙ্গেই হোক বর্ষার প্রথম আলাপন।
কফিশপে যেতে পারেন। এখন শহরজুড়ে কফি শপের আনাগোনা। চেষ্টা করতে পারেন এমন কোথাও যেতে, যেখানে কফি খেতে বসে বৃষ্টি দেখা যাবে। কফি কাপে চামচ আলতো করে নাড়তে নাড়তে চোখ চলে যাবে বাইরে। ঝিরি ঝিরি বৃষ্টিতে মুগ্ধতা, মন ভরে যাবে।
কিংবা, একটি চলচ্চিত্রে চোখ রাখতে পারেন। বিগ স্ক্রিনের হারিয়ে যেতে খারাপ লাগবে না। আর যদি কয়েক জনের সময় মিলে যায়, তাহলে আড্ডা জমে এমন রেস্টুরেন্টে বসে যেতে পারেন। জমতে পারে টং দোকানের আড্ডাও। সব কিছুই আজ দারুণ উৎসবের।
গন্তব্য কোথায় হবে ঠিক করা হয়ে গেলে ট্র্যাফিক সিগনালে এদিক ওদিকে চোখ রাখুন। বেলি ফুল খুঁজে পেলে নিয়ে নিন। হাতে জড়ান, কিংবা চুলে। সৌরভ সুর তুলুক মনে।
- সারাহ্ দীনা