ক্যানভাস রিপোর্ট:
বায়োজিন কসমেটিক্যালস মিরপুর ডিওএইচএস-এ তাদের ১৩তম ব্রাঞ্চ উদ্বোধন করেছে। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন ব্রাঞ্চের উদ্বোধনের মাধ্যমে দেশের মানুষদের স্কিন কেয়ার এবং পার্সোনালাইজড স্কিন কেয়ারে আরোও আগ্রহী করে তুলতে চায় বায়োজিন। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের জনপ্রিয় অভিনেতা এবং অভিনেত্রীরা সঙ্গে নিজেদের গান শুনিয়ে মন্ত্রমুগ্ধ করা দেশের জনপ্রিয় দুটি মিউজিক ব্যান্ড।
মিরপুর ডিওএইচএসে নতুন ব্রাঞ্চ উদ্বোধনের জন্যে বিশেষ কিছু অফারের পাশাপাশি তারকায় মুখরিত ছিলো মিরপুর ডিওএইচএস কালচারাল সেন্টার। বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের জনপ্রিয় জুটি শরিফুল রাজ এবং পরীমনি ফিতা কেটে প্রথমে বায়োজিন কসমেসিউটিক্যালস মিরপুর ডিওএইচএস ব্রাঞ্চের উদ্বোধন করেন। নতুন ব্রাঞ্চ পরিদর্শন এবং ফেসিলিটি সম্পর্কে জেনে, তাঁদের প্রশংসা কুড়ায় বায়োজিন।
মেহের আফরোজ শাওন অনুষ্ঠানে উপস্থিত সকলের সামনে বলেন- “বায়োজিন কসমেসিউটিক্যালস শুধুমাত্র স্কিন কেয়ারে অবদান রাখছে না বরং তারা মানুষদের স্কিনের কারণে হওয়া মানসিক চাপও কমিয়ে আনছে।”
বায়োজিনের থিম সং “হেভি মর্ডান লেডি-র” গানের তালে তালে উপস্থিত দর্শকদের নাচের মাধ্যমে মুগ্ধ করেন পূজা চেরী। অনুষ্ঠানে নিজের পার্ফরমেন্সের পরে বায়োজিনের ব্রাঞ্চ পরিদর্শন করেন পূজা চেরী এবং স্কিন ট্রিটমেন্টের বিষয়গুলো ভালোভাবে ঘুরে দেখেন তিঁনি।
গানের সুর এবং তালে তালে দর্শকদের মাতিয়ে তুলেন বর্তমানে জনপ্রিয়তার শীর্ষে থাকা সঙ্গীতশিল্পী প্রিতম হাসান। আর সূরের মুর্ছনায় পুরো পরিবেশকেই মাতিয়ে তুলেছিলো জনপ্রিয় ব্যান্ড চিরকুট।
বায়োজিন কসমেসিউটিক্যালসের সি ই ও এবং প্রতিষ্ঠাতা বলেন- “যাত্রালগ্ন থেকে বায়োজিনের কথা ছিল বিশ্বমানের এবং গ্লোবালি ইউনিক স্কিন কেয়ার ট্রিটমেন্ট ও কসমেটিকস দিবে বাংলাদেশের মানুষদের। আর আমি গর্বের সহিত এটা বলতে পারছি এক এক করে ১২ টি বছর সফলতার সঙ্গে আমরা আমাদের কথা মতো সেবা প্রদান করে আসছি লক্ষ লক্ষ মানুষকে। আমরা কেবলমাত্র আমাদের ১৩ তম ব্রাঞ্চ উদ্বোধন করলাম, আগামী কয়েক বছরের মধ্যে আমাদের চেষ্টা থাকবে পুরো বাংলাদেশে ব্রাঞ্চ উদ্বোধনের মাধ্যমে আমাদের সেবা সকলের মাঝে ছড়িয়ে দেয়ার।“