বিসর্জন। কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি। প্রযোজক ছিলেন সুপর্ণকান্তি করাতি। অভিনয়ে ছিলেন অভিনেত্রী জয়া আহসান ও অভিনেতা আবির চট্টোপাধ্যায়। অর্থাৎ বিসর্জনে নাম ভুমিকায় পাওয়া যায় পদ্মা (জয়া) ও নাসিরকে (আবির)। বিভিন্ন মহলে প্রশংসিত হওয়া এই সিনেমা জাতীয় পুরস্কার জিতেছিল। সম্প্রতি তারই সিক্যুয়েল তৈরি করার ঘোষণা দিলেন কৌশিক। তিনি বলেন, রীতি অনুযায়ী বিসর্জনের পর বিজয়া । সেটাই করছি। মূলত এটি প্রেমের গল্প। আগের ছবির মুখ্য ও পার্শ্ব চরিত্রের সবাই থাকবেন ছবিতে। হয়তো অনেকে বলবেন, বিজয়া ভালো লেগেছে, কিন্তু বিসর্জনের মতো হয়নি। আমরা এই মন্তব্যগুলো প্রশংসা হিসেবেই নেবো।
বিজয়ার শুটিং শুরু হবে ২০১৯ সালের মে মাসের শেষে। আগের মতো এবারও টাকিতে বানানো হবে সিনেমার সেট। এই প্রসঙ্গে আবির চট্টোপাধ্যায় বলেন, মানুষ বিসর্জনের স্মৃতি এখনো মনে রেখেছে। আমরা দেখেছি, কীভাবে মানুষ ছবিটি ভালোবেসেছে। তাই এবারের দায়িত্বটা আরও বেশি। অন্যদিকে জয়া বলেন, আমার প্রাণের কাছের ছবির সিক্যুয়েল হচ্ছে বলে ভীষণ আনন্দ লাগছে। পদ্মাকে মানুষ যেভাবে ভালোবেসেছে, সেটাকে কীভাবে আরও ভালোবাসার মতো করা যায়, এ নিয়ে খুব চাপ লাগছে। তবে আগের মতো আমি কৌশিকদার হাতে সবকিছু ছেড়ে দেবো।