রাজধানীর লো মেরিডিয়েন ঢাকায় চলছে বেনারসি ফেস্টিভ্যাল। ‘টাইমলেস ম্যাগনিফিসেন্স অব দ্য বাংলাদেশি বেনারসি’ শিরোনামে। দ্য মসলিন-এর উদ্যোগে এবং ব্র্যাক ব্যাংক-এর সহযোগিতায়। ২৮ ফেব্রুয়ারি ২০২৪ শুরু হওয়া, দেশের বিভিন্ন প্রান্তের ঐতিহ্য, আভিজাত্য এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের তৈরি ভিন্ন ধরনের পণ্যের পসরা নিয়ে সাজানো এই উৎসব চলবে ৯ মার্চ পর্যন্ত; প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা।
এর মধ্যে শনিবার (২ মার্চ ২০২৪) দুপুর ৩টায় অনুষ্ঠিত হয় বিশেষ সেমিনার। বেনারসির ইতিহাস, ঐতিহ্য, নৈপুণ্য ও ভবিষ্যৎ ঘিরে। তাতে ‘মিরপুর বেনারসির সুদিন ফেরাতে পারলে তবেই কাজে আসবে জিআই মর্যাদা’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন দেশের ফ্যাশন ইন্ডাস্ট্রির অগ্রজ সাংবাদিক ও বিশেষজ্ঞ শেখ সাইফুর রহমান।
সেমিনারে হাজির ছিলেন প্রখ্যাত আর্টিস্ট ডিজাইনার চন্দ্র শেখর শাহা, বেঙ্গল ফাউন্ডেশনের মহাপারিচালক লুভা নাহিদ চৌধুরী, মিরপুর বেনারসি পল্লীর আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত তাঁতশিল্পী মোহাম্মদ রফিক, তাঁতশিল্পী আবদুর রশিদ প্রমুখ।
বলে রাখা ভালাে, ১০ দিনের এই উৎসবের লয়েলটি পার্টনার গ্রামীণফোন; মিডিয়া পার্টনার দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, ক্যানভাস, এমডব্লিউ ম্যাগাজিন, হাল ফ্যাশন এবং হার্নেট টিভি।
- ক্যানভাস অনলাইন
ছবি: আয়োজকদের সৌজন্যে