ফরাসি লাক্সারি ফ্যাশন হাউস ও কোম্পানি লুই ভিতোঁর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে প্রথমবারের মতো প্রচারণাকর্ম শুরু করেছেন থাই র্যাপার, গায়িকা, ড্যান্সার ও অভিনেত্রী এবং দক্ষিণ কোরিয়ান গার্ল গ্রুপ ‘ব্ল্যাকপিঙ্ক’ তারকা লিসা। চলতি মাসে (জানুয়ারি ২০২৫) ব্র্যান্ডটির স্প্রিং-সামার ২০২৫ ক্যাম্পেইনের শুটে ক্যামেরার সামনে হাজির হন এই কে-পপ আইকন।
আমেরিকান প্রখ্যাত ফ্যাশন ফটোগ্রাফার স্টিভেন মেইজেলের তোলা ছবিগুলো ১৫ জানুয়ারি ২০২৫, প্রথমবার প্রকাশ করে লুই ভিতোঁ। এতে ব্র্যান্ডটির ক্রিয়েটিভ ডিরেক্টর নিকোলাস গেস্কিয়েরের লেটেস্ট রানওয়ে কালেকশনের পোশাক পরে পোজ দেন লিসা।
একটি ছবিতে এই তারকার পরনে দেখা মেলে পাফি স্লিভস-সমেত একটি লাল ও নীল রঙা জ্যাকেটের। সঙ্গে একটি সাদা বাটন-আপ ব্লাউজ ও কালো টিউনিকের ওপর একটি ফ্লেয়ারড বটমড লেয়ার। লং স্টেকড গোল্ড জেমস্টোন নেকলেস, ম্যাচিং ইয়াররিংস, ব্ল্যাক হিলড ক্লগস এবং একটি গ্রে-অ্যান্ড-ব্ল্যাক বোলিং ব্যাগ-সমেত এক্সেসরিজে মোর-ইন-মোর লুকে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি।
- ক্যানভাস অনলাইন
সূত্র: হাইপবিস্ট, ইনস্টাইল
ছবি: লুই ভিতোঁ ও সংগ্রহ