প্রখ্যাত ক্রিয়েটিভ ডিরেক্টর এবং ‘আমেরিকান ভোগ’ এডিটর-ইন-লার্জ আন্ড্রে লিওন ট্যালি মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৩ বছর।
তার মৃত্যুর কারণ এখনো প্রকাশ করা হয়নি; খবর দ্য ন্যাশনালের।
নিউইয়র্কের হোয়াইট প্ল্যানের একটি হাসপাতালে গত মঙ্গলবার (১৮ জানুয়ারি ২০২২) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে প্রথম খবর প্রকাশ করে টিএমজি। পরে তার লিটারারি এজেন্ট ডেভিড ভিগলিয়ানো দ্য হলিউড রিপোর্টারকে সে তথ্য নিশ্চিত করেন।
তার পরিবার এ ব্যাপারে এখনো কোনো পাবলিক স্টেটমেন্ট দেয়নি। তবে ১৯৯০-এর দশকে তিনি যেখানে কাজ করতেন, সেই ডব্লিউ ম্যাগাজিন টুইটবার্তায় লিখেছেন, ‘রেস্ট ইন পিস, আন্ড্রে লিওন ট্যালি’।
নিজের স্বাস্থ্যগত অবস্থা সম্পর্কে ট্যালি কখনোই প্রকাশ্যে কিছু বলেননি; তবে গত বছরের মার্চে এক টুইটবার্তায় নিজের অনুরাগীদের জানিয়েছিলেন ধন্যবাদ।
বলে রাখা ভালো, ট্যালির স্মৃতিকথামূলক গ্রন্থ ‘দ্য শিফন ট্রেঞ্চেস’ প্রকাশ পায় ২০২০ সালের মে মাসে।