skip to Main Content
ভয়ঙ্কর খেলার গল্প নিয়ে ‘দ্য রানিং ম্যান’

২০২৫ সালের একটি ডিস্টোপিয়ান অ্যাকশন থ্রিলার সিনেমা ‘দ্য রানিং ম্যান’। স্টিফেন কিংয়ের ১৯৮২ সালের একই শিরোনামের উপন্যাসের ভিত্তিতে নির্মিত। এডগার রাইট পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন গ্লেন পাওয়েল, উইলিয়াম এইচ. ম্যাসি, লি পেস, মাইকেল সেরা, এমিলিয়া জোন্স, ড্যানিয়েল এজরা, জেমি লসন, কোলম্যান ডোমিঙ্গো, জোশ ব্রোলিন প্রমুখ।

প্যারামাউন্ট পিকচার্সের ব্যানারে শুক্রবার (১৪ নভেম্বর ২০২৫) আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে সিনেমাটি। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পেয়েছে।

ছবিতে দেখা যায়, একটি নিকট ভবিষ্যতের ডিস্টোপিয়ান সমাজে পৃথিবী ভয়াবহ অর্থনৈতিক সংকট, বেকারত্ব এবং সরকারি নিয়ন্ত্রণে পিষ্ট হয়ে পড়েছে। জনগণকে ব্যস্ত ও নিয়ন্ত্রণে রাখার জন্য সরকার আয়োজন করে ভয়ংকর টেলিভিশন গেম শো ‘দ্য রানিং ম্যান’। এই শোতে অংশগ্রহণকারীদের বলা হয় রানার। সমাজের অবাঞ্ছিত, দরিদ্র শ্রেণির মানুষ, যাদের সামনে একটাই সুযোগ– ৩০ দিন বেঁচে থাকতে পারলে জিতে নিতে পারবে বিপুল অর্থ ও স্বাধীনতা। কিন্তু তাদের পিছু নেয় সশস্ত্র হত্যাকারীদের একটি গ্রুপ, যারা রাষ্ট্রের হয়ে এই খেলা পরিচালনা করে।

ছবিতে গ্লেন পাওয়েল অভিনয় করেছেন বেন রিচার্ডস চরিত্রে, যে সামাজিকভাবে পিছিয়ে পড়া একজন পিতা। সে একজন সাধারণ কারখানাকর্মী, যার ছোট মেয়ে মারাত্মক অসুস্থ এবং চিকিৎসার খরচ জোগাড় করতে পারছে না। অন্যায় রাষ্ট্রব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। শেষমেশ পরিবারের জন্য মরিয়া হয়ে সে অংশ নেয় এই শোতে। খেলাটি গোটা দেশজুড়ে সম্প্রচারিত হয়। বেনকে দেওয়া হয় ১২ ঘণ্টার আগাম সময়, এরপর পুরো শহর হয়ে ওঠে তার জন্য শিকারক্ষেত্র। চারপাশের মানুষ তাকে ধরিয়ে দিলে পুরস্কার পায়। অর্থাৎ, পুরো সমাজই যেন তার শত্রু। বেন ধীরে ধীরে বুঝতে পারে, এই শো শুধু বিনোদন নয়; এটি সরকারের জনগণ নিয়ন্ত্রণ করার একটা হাতিয়ার। কিন্তু সে পালাতে পালাতে একটি আন্ডারগ্রাউন্ড প্রতিরোধ সংগঠনের সঙ্গে যুক্ত হয়, যারা এই শোয়ের সত্য প্রকাশ করতে চায়। শেষে সে শুধু নিজের জীবনের জন্য নয়, পুরো দেশের মুক্তির জন্য লড়াই করে। টেলিভিশন সম্প্রচারের মাঝেই সরকারের মিথ্যা ফাঁস করে দেয় সে। দেখিয়ে দেয়, ‘দ্য রানিং ম্যান’ কীভাবে মানুষের মনোযোগ সরিয়ে রাখার কূটকৌশল।

ছবির সমাপ্তি মূল উপন্যাসের মতোই ব্যঙ্গাত্মক ও চিন্তাশীল। দর্শকদের মাঝে এর শক্তিশালী একটি প্রভাব পড়বে বলে বিশ্বাস নির্মাতার।

  • ক্যানভাস অনলাইন
    ছবি: সংগ্রহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top