নব্বইয়ের দশকের স্টাইল কেমন ছিল, তা যদি এক লাইনে বলতে হয়, তবে সেটি হবে, ‘লেস ইস মোর’! অতিরঞ্জনে অনাগ্রহ দেখা গেছে ডিজাইনারদের। বেসিক বিউটিতে মুগ্ধ হয়েছেন ক্রেতা। সেই মিনিমালিজম আবার ফিরে এসেছে, ফুল সুইংয়ে!
নাইন্টিজ স্টাইল স্ট্যাপেল শিলুয়েট সরল ও সুবিন্যস্ত রাখা। উদাহরণে বলা যেতে পারে স্লিপ স্কার্ট, ক্রপড টি-শার্ট, লিং-ফিটেড স্কার্ট, স্ট্রেইট লেগ ফিট। টপে লেয়ারিং দারুণভাবে স্বাগত।
এত বছর পর গুড ওল্ড টি-শার্ট আর জিন্স আবারও ইন-ফ্যাশন। টপসের সৃজনশীল কাট, এম্বলিসমেন্টের আঁকাজোকা এবারে খানিকটা কম। রাউন্ড নেক লাইনের টি-শার্ট, রাগলান অনায়াসে পেয়ার-আপ করা হচ্ছে ডেনিম বটমের সঙ্গে।
কালার প্যালেটের নিউট্রাল টোনগুলো নব্বইয়ের দশকের ফ্যাশনে জায়গা করে নিয়েছিল। এবারও ফিরে আসার সময়ে একই রং আসছে।
গয়না-গল্পতেও দেখা যাচ্ছে অল্পতা। যা ইচ্ছা তাই বেছে নেওয়ার ধারা এখন নেই। সাটেল জুয়েলারি জায়গা করে নিয়েছে বলা যেতে পারে। আইওয়্যারে ওভাল সানগ্লাস, ব্যাগে ব্যাগেট, ফুটওয়্যারে স্নিকার, কিটেন হিলস, লোফার। হিলড ব্ল্যাক শুজ ওই দশকে দারুণ প্রিয় হয়ে উঠেছিল। ধারণা করা যায়, এবারেও মাতাবে মার্কেট!
সারাহ্/ ক্যানভাস অনলাইন