মহাকাশে স্যাটেলাইট কোনো নতুন কথা নয়। আমরা সবাই কম–বেশি এর সঙ্গে পরিচিত। মহাকাশে আছে নানান ধরনের স্যাটেলাইট। একেকটি স্যাটেলাইটের কাজ একেক রকম। তবে এবার যাচ্ছি একটু ভিন্ন রকমের স্যাটেলাইট প্রসঙ্গে। যা মহাকাশের আবর্জনা পরিষ্কার করার কাজে আসবে।
আমাদের এই গ্রহকে ঘিরে ঘুরছে অসংখ্য স্পেস আবর্জনা। এমন কিছু আবর্জনা রয়েছে যাদের গতি বুলেটের থেকে বেশি, যা মূল্যবান স্যাটেলাইট এমনকি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের জন্যও ক্ষতির কারণ হতে পারে। সেসব আবর্জনা পরিষ্কার করার লক্ষ্যে এ বছরের এপ্রিল মাসে ফ্লোরিডা থেকে মহাকাশে পাঠানো হয়েছিল একটি স্যাটেলাইট, যার নাম রিমুভডেব্রিস মিশন। একটি স্পেসএক্স ড্রাগন স্পেসক্রাফেট করে মহাকাশে পাঠানো হয়েছিল ইতিহাস সৃষ্টিকারী এই স্যাটেলাইট।
স্যাটেলাইটটি তৈরি করা হয়েছে ব্রিটেনে। যার পৃষ্ঠপোষকে আছেন সারে বিশ্ববিদ্যালয়। এটি তৈরি করেছেন সেখানকার স্থানীয় স্যাটেলাইট প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসএসটিএল।
১০০ কিলোগ্রাম ওজনের এই স্যাটেলাইট দেখতে অনেকটা জেলি ফিশের মতো। যা একটি জাল ও হারপুন ব্যবহার করে মহাকাশে ঘুরতে থাকা ভয়ঙ্কর আবর্জনাগুলোকে পরিষ্কার করবে। আবর্জনা সংরক্ষণের পর স্যাটেলাইটটি একটি পাল খুলে দেবে যা আবর্জনাগুলোকে কক্ষপথ থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে এবং পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের আগেই পুড়ে ছাই হয়ে যাবে।
ইউনিভার্সিটি অব সারের একজন অধ্যাপক জানান, মহাকাশের আবর্জনা পরিষ্কার করার প্রচেষ্টা এই প্রথম। পরীক্ষা–নিরীক্ষা সম্পূর্ণ হলে রিমুভডেব্রিস অন্যান্য মহাকাশ মিশনেও ব্যবহার করা যাবে।