যাত্রা শুরু হলো লাইফস্টাইল ব্র্যান্ড আড়ংয়ের সাব-ব্র্যান্ড ‘তাগা ম্যান’।
১ আগস্ট বুধবার সন্ধ্যায় নগরীর ধানমন্ডির সাতমসজিদ রোডের গ্রিন সিটি স্কয়ারে এর উদ্বোধন হয়েছে। উদ্বোধন করেছেন আড়ংয়ের প্রধান ও ব্র্যাকের সিনিয়র পরিচালক তামারা আবেদ।
৩ হাজার ৫০০ স্কয়ার ফুটের আউটলেটে নিয়ে যাত্রা শুরু করেছেন লাইফস্টাইল ব্র্যান্ডটি। দোতলাবিশিষ্ট তাগা ম্যান আউটলেটে ছেলেদের শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, বেল্ট, জুতা ছাড়াও পাওয়া যাবে লাইফস্টাইলের নানা পণ্য। একই সঙ্গে পাওয়া যাবে নারীদের লাইফস্টাইল পণ্যও।
উদ্বোধন অনুষ্ঠানে তামারা আবেদ বলেন, ‘ইতোপূর্বে আমরা তাগা নামের ব্র্যান্ড তৈরি করেছিলাম। সেটা ছিল নারীদের ওয়েস্টার্ন পোশাক। তাগা ম্যান তাগারই ছেলেদের ভার্সন। তাগা শব্দের অর্থ সুতা। নকশিকাঁথার সেলাইকে তাগা বলা হয়। আন্তর্জাতিক অঙ্গনে একে পরিচিত করতেই এ নাম ব্যবহার করা হয়েছে।’
এই ব্র্যান্ডকে সংযোজনের জন্য উত্তরা, যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা সিটি, মিরপুর ১২ এবং ময়মনসিংহের আড়ং আউটলেটকে নতুন করে সাজানো হয়েছে। এই পাঁচটি আউটলেটের বাইরে কোথাও তাগা ম্যানের পণ্য পাওয়া যাবে না।