বৈশ্বিক সৌন্দর্য প্রতিযোগিতা মিউ ইউনিভার্সে এতদিন শুধু ১৮ থেকে ২৮ বছর বয়সী নারীরাই অংশ নিতে পারতেন। ৭২তম বছরে এসে এই প্রতিযোগিতায় এলো বৈপ্লবিক পরিবর্তনের ঘোষণা। আগামী বছর থেকে আর থাকছে না বয়সসীমার বাধা। তার মানে, যেকোনো বয়সী নারীরা এতে অংশ নিতে পারবেন।
১২ সেপ্টেম্বর ২০২৩, এই ইনস্টাগ্রাম পোস্টে মিস ইউনিভার্স আয়োজনকারী সংস্থা জানায়, ‘সকল ধরনের মিস ইউনিভার্স ও এর সহযোগী প্রতিযোগিতা থেকে বয়সসীমা উঠিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে দ্য মিস ইউনিভার্স অর্গানাইজেশন। ২০২৪ সাল থেকে বৈশ্বিকভাবে এই পরিবর্তন কার্যকর হবে। তখন থেকে যেকোনো প্রাপ্তবয়স্ক নারীই মিস ইউনিভার্সে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।’
- ক্যানভাস অনলাইন
সূত্র: দ্য ন্যাশনাল