skip to Main Content
মেট গালা ২০২৫: চোখ ধাঁধানো ঝলক

মেট গালা। অতীতে ‘কস্টিউম ইনস্টিটিউট বেনিফিট’ নামে পরিচিত। বার্ষিক ওত কতুর ফান্ডরাইজিং ফেস্টিভ্যাল। যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের মেট্রোপলিটান মিউজিয়াম অব আর্টের কস্টিউম ইনস্টিটিউটের মুনাফার জন্য প্রতিবছর মে মাসের প্রথম সোমবার অনুষ্ঠিত হয়। মেট গালাকে গণ্য করা হয় দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ ও গ্লামারাস ফ্যাশন ইভেন্ট হিসেবে। এবারের আসর বসেছিল ৫ মে ২০২৫। এ আসরেও যথারীতি ছিল তারকা ও তাদের পোশাকের বর্ণিল সমারোহ।

সিএনএন সূত্রে জানা যায়, এ রাতে অনুষ্ঠানস্থল নিউইয়র্কের মেট্রোপলিটান মিউজিয়াম অব আর্ট প্রকৃতির হেঁয়ালিতে বৃষ্টি খানিকটা বাগড়া দিলেও তা বড় কোনো বাধা হয়ে উঠতে পারেনি। ক্রীড়া, শিল্প ও বিনোদন জগতের এ-লিস্ট তারকাদের হাজিরায় একের পর এক ঝলকের বিচ্ছুরণ ঘটেছে মুহুর্মুহু। দীর্ঘ সেই তালিকা থেকে বাছাইকৃত কয়েকটিতে নজর বোলালেও করা যাক আন্দাজ।

চলুন, সেই প্রচেষ্টা চালানো যাক।

বলিউড তারকা শাহরুখ খান পরেছিলেন তার স্বদেশি ডিজাইনার সব্যসাচীর নকশাকৃত পোশাক; স্টেটমেন্ট জুয়েলারি আর একটি ছড়ির সঙ্গতে। ছবি: দিমিত্রিয়স কামবুরিস/গেটি ইমেজ

আমেরিকান কিংবদন্তি টেনিস তারকা সেরেনা উইলিয়ামস একটি আইস ব্লু বার্দো-স্টাইল মনক্লেয়ার গাউন পরে ছড়িয়েছেন দ্যুতি; সঙ্গ দিয়েছে ওভারসাইজড কোট এবং গোল্ডেন ফিঙ্গার ওয়েভস। ছবি: দিমিত্রিয়স কামবুরিস/গেটি ইমেজ

হলিউড তারকা অ্যান হ্যাথাওয়ের পরনে ছিল একটি রিলাক্সড কাস্টম ক্যারোলিনা হেরারা ড্রেস, যেটি তার ভাষ্যমতে ভোগ ম্যাগাজিনের প্রয়াত এডিটর-ইন-লার্জ অঁদ্রে লিও ট্যালির প্রতি একটি শ্রদ্ধাঞ্জলি। ছবি: দিমিত্রিয়স কামবুরিস/গেটি ইমেজ

আমেরিকান মডেল জিজি হাদিদ পরেছিলেন মিউ মিউর একটি চোখ ধাঁধানো গাউন, যা ভোগ ম্যাগাজিনের প্রাক্তন ফ্যাশন এডিটর ও ভোগের কোনো প্রচ্ছদে জায়গা পাওয়া প্রথম কৃষ্ণাঙ্গ নারী গ্যাব্রিয়েলা কারেফা-জনসনের সঙ্গে কোলাবরেশনে সৃষ্ট। ছবি: জেমি ম্যাককার্থি/গেটি ইমেজ

বারবাডিয়ান গায়িকা রিয়ানার পরনে ছিল ‘সুপারফাইন’ থিমের ভিত্তিতে, উল জ্যাকেট, বাস্টিয়ার বডিস্যুট আর ভি-টেইলরড স্কার্টের সমন্বয়ে গড়া একটি কাস্টম মার্ক জ্যাকবস ড্রেস। ছবি: দিয়া দিপাসুপিল/গেটি ইমেজ

ড্যান্ডিজম আইকন ড্যাপার ড্যান তার পোশাকের ভাষায় ফুটিয়ে তুলেছিলেন হারলেম রেনেসাঁ ও ‘সানকোফা’র ঘানাইয়ান কনসেপ্টের আহ্বান। ছবি: জেমি ম্যাককার্থি/গেটি ইমেজ

ক্রম হার্টস ব্র্যান্ডের একটি হেড-টু-টো লেদার ড্রেসে হাজির হয়েছিলেন আমেরিকান মিডিয়া পারসোনালিটি কিম কার্দাশিয়ান। ছবি: ইভান আগস্টিনি/ইনভিশন/এপি

গ্ল্যাম পোশাক আর প্লাটিনাম ব্লন্ড ডু-তে আলো ছড়িয়েছেন আমেরিকান গায়িকা লিজো। ছবি: দিয়া দিপাসুপিল/গেটি ইমেজ

আলাইয়ার কাস্টম ড্রেসের সঙ্গে কার্টিয়ার জুয়েলারিতে হাজির ছিলেন মার্কিন গায়িকা মাইলি সাইরাস। ছবি: মাইকেল লকিসােনা/জিএ/দ্য হলিউড রিপোর্টার/গেটি ইমেজ

আমেরিকান র‍্যাপার কার্ডি বি’র পরনে ছিল একটি লাশ গ্রিন ভেলভেট ব্লুবেরি স্যুট, সঙ্গে ওয়াইড-লেগড প্যান্টস। ছবি: দিমিত্রিয়স কামবুরিস/গেটি ইমেজ

প্লাঞ্জিং নেকলাইন আর স্ট্রেজিক্যালি প্লেসড স্ট্রাইপসের সঙ্গতে একটি শির মারমেইড গাউনে ঝলক ছড়িয়েছেন হলিউড তারকা হ্যালি বেরি। ছবি: জন শিয়ারার/ওয়্যারইমেজ/গেটি ইমেজ

মার্কিন গায়িকা ও অভিনত্রী পরেছিনেলন মণীষ মালহোত্রার নকশাকৃত কাস্টম ড্রেস। তাতে ছিল একটি ফ্লোর-সুইপিং ট্রেইন। ছবি: ডেভিড ফিশার/শাটারস্টক

পিনস্ট্রাইপড লিওটার্ড আর টেইলকোটে সাজানো লুই ভিতোঁর পোশাক পরেছিলেন মার্কিন গায়িকা সাবরিনা কার্পেন্টার। ছবি: দিমিত্রিয়স কামবুরিস/গেটি ইমেজ

‘মাদার আফ্রিকা’ প্রাণীত মার্ক জ্যাকবসের আশির দশকের স্টাইলের পোশাকে ক্যাটওয়াক করেছেন মার্কিন র‍্যাপার দোজা ক্যাট। ছবি: দিয়া দিপাসুপিল/গেটি ইমেজ

আমেরিকান গায়িকা চ্যাপেল রন একটি হট পিংক, সত্তরের দশকের স্টাইলের বিডেজলড স্যুট পরে ছড়িয়েছিলেন ‘ফেমিনিনোমেননে’র বার্তা। ছবি: দিমিত্রিয়স কামবুরিস/গেটি ইমেজ

  • ক্যানভাস অনলাইন
    ছবি: সিএনএন-এর সৌজন্যে
    কোলাজ: ক্যানভাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top