মেশ মানে জাল। নেট যার ইংরেজি নাম। মেশ সুজ অপরিচিত নয়। জুতোর ওপরে নেটের ব্যবহার চেনা-জানা।
মেশ ব্যালে ফ্ল্যাট আলোড়ন তুলেছে এবার। সামার ট্রেন্ডে এই মেশ জাকিয়ে বসতে এসেছে এমনটাই শোনা যাচ্ছে। ভোগ ম্যাগাজিনের সম্পাদক জেনিফার লরেন্স এবং সোফিয়া রিচির দেওয়া তথ্য পাওয়া যায় এই ম্যাগাজিনে। তারা বলছেন, ফ্ল্যাট ব্যালেরিনার নকশা এবার সামার ট্রেন্ডে টপে থাকবে। এর ব্যতিক্রম হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
এই জুতোকে ফিশনেট ব্যালেরিনার রিস্টক বলা যেতে পারে। কমফোর্ট আর স্টাইল, দুই-ই পাওয়া যায় এই ডিজাইনে। খেইট, বোটেগা ভেনেটা, ম্যারিজেন, মিউ মিউ কাজ করছেন এই ডিজাইন নিয়ে।
লন্ডনের ব্র্যান্ড ডিয়ার ফ্রান্স তৈরি করেছে মোজার মতোন এক জুতো। খেইট এনেছে ক্রিস্টাল বসানো ব্যালে ফ্ল্যাট। সামনে এই তালিকা কলেবরে বাড়বে বলেই মনে হচ্ছে।
- সারাহ্/ ক্যানভাস অনলাইন