নীল মেঘের যাত্রী হয়ে শরৎ এসেছে। দেশি ফ্যাশন লেবেল রঙ বাংলাদেশ শরতের স্নিগ্ধতা মেখেছে তাদের সংগ্রহে। কালার প্যালেটের হালকা শেড আর মিনিমাল নকশায় আরামদায়ক কালেকশন তৈরি করেছে।
রঙ বাংলাদেশের কর্ণধার সৌমিক দাস শরতের বিশেষ সংকলন সম্পর্কে বলেন, ‘রঙ বাংলাদেশ সব সময় চেষ্টা করে বাংলার ঐতিহ্য-সংস্কৃতিকে সজীব রাখতে। সে উদ্দেশ্যেই বাংলার ঋতুবৈচিত্র্যের অনন্য কাল– শরতের অপরূপ সৌন্দর্যকে তুলে ধরার প্রচেষ্টা রয়েছে এই আয়োজনে।’
ফ্যাব্রিক হিসেবে ব্যবহার করা হয়েছে সুতি, লিনেন, হাফসিল্ক, মসলিন, পেপার সিল্ক ইত্যাদি। রোদ-বৃষ্টির খেলার এই সময়ে পোশাকের আরামকে দেওয়া হয়েছে প্রাধান্য। প্রকৃতির আলোকে নীল, আকাশি ও সাদা রঙের যুগলবন্দি নিয়ে এসেছে স্নিগ্ধতা।
অলংকরণে স্ক্রিন প্রিন্ট, ব্লক প্রিন্টসহ নানারকম হাতের কারুকাজ। তৈরি করা হয়েছে শাড়ি, সালোয়ার কামিজ, সিঙ্গেল কামিজ, ফ্রক, পাঞ্জাবি। থাকছে পুরো পরিবারের জন্য ম্যাচিং পোশাকও।
রঙ বাংলাদেশের ঢাকাসহ সারা দেশের যেকোনো আউটলেটে পাওয়া যাবে শরতের এই আয়োজন। আউটলেট ছাড়াও ঘরে বসে কেনাকাটার সুবিধা উপভোগ করতে ঘুরে আসুন রঙ বাংলাদেশের ই-কমার্স ওয়েবসাইট www.rang-bd.com এবং ফেসবুক পেইজে।
- সারাহ্/ ক্যানভাস অনলাইন