পয়লা বৈশাখের প্রস্তুতি এরই মাঝে শুরু হয়ে গেছে। ভেতরে ভেতরে সবাই তৈরি হচ্ছে নানা আয়োজনে নতুন বছরকে বরণ করে নেয়ার জন্য। পুরোনোকে বিদায় জানিয়ে সবাই মেতে উঠবে নতুনের আবাহনে। এই উদ্যাপন নতুন পোশাক ছাড়া একেবারেই অসম্ভব। দেশীয় ফ্যাশন হাউস রঙ বাংলাদেশও প্রস্তুত সময়কে রাঙানোর ব্রত নিয়ে। রঙ বাংলাদেশ বরাবরই বাঙালির কথা বলে। তাই এবারের বৈশাখী কালেকশনে শীতলপাটি, সাঁওতালদের দেয়ালচিত্র ও মঙ্গল শোভাযাত্রার নকশা মোটিফ হিসেবে উঠে এসেছে। বাংলাদেশের পোশাক সংস্কৃতিকে সচেতনভাবে বিবেচনায় রেখেই রঙ বাংলাদেশ বরাবরই তাদের সংগ্রহ সাজিয়ে থাকে। পাশাপাশি এ বছর সময়, প্রকৃতির অবস্থা, পরিপার্শ্ব, আবহাওয়াও পোশাকের উপকরণ নির্বাচনে বিশেষ গুরুত্ব পেয়েছে।
রঙ বাংলাদেশের বৈশাখী কালেকশনে মেয়েদের পোশাক হিসেবে রয়েছে শাড়ি, সিঙ্গেল কামিজ, লং কামিজ, লং স্কার্ট, টপস, পালাজো। ছেলেদের পোশাকের মধ্যে পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, ফতুয়া, ধুতি ও উত্তরীয়। এ ছাড়া ছোটদের জন্য বিশেষ কালেকশন তৈরি করা হয়েছে। যেখানে রয়েছে শাড়ি, সিঙ্গেল কামিজ, ফ্রক, স্কার্ট, টপস, পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, ফতুয়া, ধুতি ইত্যাদি। যেখানে রঙ হিসেবে প্রাধান্য পেয়েছে লাল, মেরুন, অফ হোয়াইট, সাদা, কমলা, হলুদ, নীল, গেরুয়া। সুতি, লিনেন, তাঁত, মসলিন, বলাকা সিল্ক, এন্ডি, ভয়েল কাপড়ে স্ক্রিন প্রিন্ট, ব্লক প্রিন্ট, হ্যান্ড ওয়ার্ক, কারচুপির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে নকশাগুলো।