পবিত্র মাহে রমজান উপলক্ষে হলিডে ইন ঢাকা সিটি সেন্টারে পুরো মাসজুড়ে বৈচিত্র্যময় খাবারব্যবস্থার আয়োজন রেখেছে। পবিত্রতা ও আনন্দের পরিবেশে মগ্ন হতে, অ্যাটিটিউড রেস্টুরেন্টের সুস্বাদু ও স্বাস্থ্যকর ইফতার ও সেহরি বুফে ভরিয়ে তুলবে আপনার এ সময়কে। এ ছাড়াও থাকছে হোয়াইট লোটাস রেস্টুরেন্টের বিশেষভাবে প্রস্তুতকৃত আকর্ষণীয় রামাদান ইফতার টেকওয়ে বক্স। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
শতাধিক আইটেমের ঐতিহ্যবাহী, মেডিটেরিয়ান, কন্টিনেন্টাল ও আরবীয় স্বাদের বিশেষ মেনু, যার মধ্যে রয়েছে আদানা কাবাব, ল্যাম্ব উজি, মাটন কাচ্চি, ল্যাম্ব শ্যাঙ্ক, গ্রিলড প্রন, ফ্রাইড হিলশা, মাটন সিক কাবাব, মাটন হালিম, চিকেন হালিম, বিফ নেহারি, জিলাপি, বিফ কোবিদেহ কাবাব, তুর্কী মিষ্টান্ন এবং আরও নানা রকমের মুখরোচক খাবার। শুধু তাই নয়, সারা দিন রোজা রেখে, ইফতারে তৃষ্ণা মেটাতে পারবেন বিভিন্ন ধরনের ফলের ঠান্ডা জুস দিয়ে এবং চাপ্রিয়দের জন্যে একটি বিশেষ চা কর্নারও তৈরি করা হয়েছে।
যারা বাসায় বসে হলিডে ইন-এর খাবারের স্বাদ পরিবার অথবা প্রিয়জনদের সঙ্গে উপভোগ করতে চান, তাদের জন্যে হোয়াইট লোটাস ক্যাফেতে থাকছে চার রকমের আকর্ষণীয় ইফতার টেকওয়ে বক্স। এ ছাড়া মাস জুড়ে রুম প্যাকেজে রয়েছে বিশেষ ছাড়।
রমজান উপলক্ষ্যে অফারগুলোর মধ্যে রয়েছে– ইফতার এবং সেহরি বুফে (অ্যাটিটিউড রেস্টুরেন্ট), ইফতার বুফে B1G1, B1G2, B1G3-এ ৭,৭৭৭ টাকায় (নির্বাচিত কার্ডে) এবং সেহরি বুফে B1G1-এ ৪,৫০০ টাকায় (নির্বাচিত কার্ডে)। হোয়াইট লোটাস থেকে রমজান টেকঅ্যাওয়ে বক্স ১ জনের জন্য B1G1-এ ৩,০০০ টাকায়, ২ জনের জন্য B1G1-এ ৬,০০০ টাকায়, ৪ জনের জন্য B1G1-এ ৯,০০০ টাকায়, ৬ জনের জন্য B1G1-এ ১৩,০০০ টাকায়। বিশেষ অফার নির্বাচিত কার্ডে B1G1। রুম অফারের মধ্যে রয়েছে স্ট্যান্ডার্ড রুম (দুজনের জন্য) ৮,৯৯৯ টাকায়, স্ট্যান্ডার্ড রুমসহ ব্রেকফাস্ট/সেহরি (দুজনের জন্য) ১১,৪৯৯ টাকায়, স্ট্যান্ডার্ড রুমসহ ব্রেকফাস্ট/সেহরি এবং ইফতার/ডিনার (দুজনের জন্য) ১৫,৪৯৯ টাকায়।
হলিডে ইন ঢাকা সিটি সেন্টার এবার শুরু করেছে বিশেষ ব্যাংকোয়েট প্রোমোশন, যেখানে অতিথিরা তাদের যেকোনো রমজানের অনুষ্ঠান আয়োজন করলেই পাবেন ফ্রি ভেন্যু। এই বিশেষ অফারে, ১০ থেকে ২৫০ জন পর্যন্ত অতিথি সমাগমে, অনায়াসে যেকোনো অনুষ্ঠান আয়োজন করা যাবে। আর, এই ভেন্যুগুলোতে আপনি পাবেন অতুলনীয় আতিথেয়তা।
হোটেলটির ইফতারের আয়োজনে এবারের এয়ারলাইন পার্টনার হিসেবে থাকছে নোভোএয়ার। রিজারভেশন ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন: +৮৮০১৩২৪৭১৭০২৫-২৬ নম্বরে।
- ক্যানভাস অনলাইন
ছবি: হলিডে ইন ঢাকা সিটি সেন্টার-এর সৌজন্যে