চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এরই মধ্যে রাশিয়ার রাজধানীতে প্রথমবারের মতো বসেছে মস্কো ফ্যাশন উইক। ২০ জুন শুরু হয়ে চলবে ২৬ জুন পর্যন্ত। তাতে অনুষ্ঠিত হচ্ছে শতাধিক ফ্যাশন শো।
করোনা প্যানডেমিকে ক্ষতিগ্রস্ত রাশিয়ার স্থানীয় ফ্যাশন ব্র্যান্ডগুলোকে ঘুরে দাঁড়ানোর সুযোগ দিতেই এ আয়োজন। তাতে ৭৯ শহরের ৯০০ রাশিয়ান ডিজাইনার অংশ নিচ্ছেন।

মস্কো ফ্যাশন উইক। ছবি: কিরিল জাইকভ/মস্কভা নিউজ অ্যাজেন্সি
মস্কোর জারিয়াডাই পার্কে বসেছে মূল আয়োজন। সেখানে একটি উপবৃত্তাকার র্যাম্পে ক্যাটওয়াকের আলো ছড়াচ্ছেন মডেলরা; পাশ দিয়েই বয়ে যাচ্ছে মস্কো নদী।

মস্কো ফ্যাশন উইক। ছবি: সের্গেই কিসেলেভ/মস্কভা নিউজ অ্যাজেন্সি
বলা বাহুল্য, প্যানডেমিকের পাশাপাশি রাশিয়ার ইউক্রেন আক্রমণের বিরূপ প্রভাবও পড়েছে স্থানীয় ফ্যাশন ইন্ডাস্ট্রিতে। মস্কো ফ্যাশন উইকে অংশ নেওয়া ডিজাইনার ইউলিয়া স্কালাৎস্কায়া বলেন, ‘আমরা বেশ ঝামেলা পোহালেও স্বীকার করছি, আমাদের পণ্যের বিক্রি বাড়ছে। আমি বিশ্বাস করি, আপনি যদি ভালোমানের কালেকশন তৈরি করতে পারেন, তাহলে ক্লায়েন্টও বেশি পাবেন। এজন্য আপনাকে স্রেফ কাজ করে যেতে হবে।’
- সূত্র: দ্য মস্কো টাইমস ও লেজার ইনকুইরার