যেসব বিষয়ের প্রতি মানুষের আকাঙ্ক্ষা চিরন্তন, তারুণ্য তার মধ্যে একটি। কিন্তু চিরন্তন সত্য এটাই যে তারুণ্য ধরে রাখা যায় না। তবে নির্দিষ্ট বয়সের আগেই চেহারায় বয়সের ছাপ পড়ে যাওয়া মন খারাপ করার মতোই বিষয় বটে। তবে বয়সের ছাপ রুখে দেওয়ার যে কোনো উপায় নেই তা কিন্তু নয়। প্রকৃতির ভেষজ ভান্ডারে লুকিয়ে আছে নানা ধরনের পথ্য। আছে বয়সের ছাপ দূর করার মতো ঔষধি সমাধান। শুধু সঠিক পথ্যটি খুঁজে নিতে হয়। চলুন, পরিচিত হওয়া যাক সেসব উপাদানের সঙ্গে, যেগুলোতে লুকিয়ে আছে বয়সের ছাপ রুখে দেওয়ার কৌশল।
অ্যালোভেরা: ঘৃতকুমারী বা অ্যালোভেরা আমাদের ত্বকের বিভিন্ন সমস্যা দূর করার জন্য দারুণ একটি ভেষজ। ত্বকে বয়সের ছাপ, ত্বক ঝুলে যাওয়া বা বলিরেখা দূর করতে পারে অ্যালোভেরা। ত্বক, স্তন, বাহুসহ ত্বকের যেসব জায়গার ত্বক কুঁচকে যাওয়ার আশঙ্কা থাকে, সেসব স্থানে ব্যবহার করতে পারেন অ্যালোভেরা জেল। বাজারে প্যাকেটজাত অ্যালোভেরা পাওয়া যায়। সবচেয়ে ভালো হয় সতেজ অ্যালোভেরা পাতা কিনে এনে তা থেকে জেল বের করে গায়ে মাখা। গায়ে মেখে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে চেহারার পরিবর্তন নিজেই উপলব্ধি করতে পারবেন।
গোলাপজল: গোলাপজল ত্বকের সৌন্দর্যের বন্ধু। এটি ত্বক টানটান করে, রোমকূপ অদৃশ্য করে এবং বলিরেখা দূর করে। রাতে ঘুমাতে যাওয়ার আগে তুলা দিয়ে শরীরের প্রয়োজনীয় স্থানে গোলাপজল লাগিয়ে নিতে পারেন। প্রয়োজন হলে গোলাপজল দিয়ে মুখ ধুয়েও নিতে পারেন। সকালবেলা সাধারণ পানি দিয়ে ত্বক ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে ভালো ফল পাবেন। তবে এ ক্ষেত্রে গোলাপজল শতভাগ বিশুদ্ধ হতে হবে।
ডিমের সাদা অংশ: দুটি ডিমের সাদা অংশ নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিন। তারপর মুখসহ শরীরের প্রয়োজনীয় স্থানে মেখে নিন। শুকিয়ে গেলে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিন। সপ্তাহে তিন থেকে চার দিন ব্যবহারে কাঙ্ক্ষিত ফল পাবেন।