রোহিঙ্গা ক্যাম্পে ঘুরে গেছেন মার্কিন মডেল জিজি হাদিদ। ইউনিসেফের আমন্ত্রণে ১৬ আগস্ট তিনি কক্সবাজারের জামতলী রোহিঙ্গা ক্যাম্পে শিশুদের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটান। তাঁর টুইটারের পোস্ট থেকে এসব তথ্য পাওয়া গেছে। রোহিঙ্গা ক্যাম্পে ইউনিসেফ পয়োনিষ্কাশনের উন্নত ব্যবস্থা, সুপেয় পানি আর শিক্ষা নিয়ে কাজ করছে।
রোহিঙ্গা শিশুদের সঙ্গে ছবি তুলে ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছেন জিজি। ছবির ক্যাপশনে তিনি জানিয়েছেন, ইউনিসেফের সঙ্গে কাজ করতে বাংলাদেশে এসেছেন তিনি।
ইউনিসেফের সঙ্গে রোহিঙ্গা শিশুদের কল্যাণার্থে বেশ কিছু কাজে অংশগ্রহণ করেছেন জিজি হাদিদ। সঠিক স্যানিটেশন ব্যবস্থা, জীবাণুমুক্ত পানি পান করা, মানসিক স্বাস্থ্যের উন্নয়ন, প্রাথমিক চিকিৎসা দেওয়া ও শিশুদের শিক্ষা প্রদান করাসহ আরও কিছু কর্মসূচিতে যুক্ত আছেন তিনি।
জিজি হাদিদ মডেলিংয়ে আসেন মাত্র দুই বছর বয়সে। তারপর মার্কিন পোশাক প্রতিষ্ঠান ‘গাস ক্লথিং’-এর শিশু শাখায় কাজ শুরু করেন তিনি। ২০১৩ সালে আন্তর্জাতিক মডেল সংস্থা ‘আইএমজি’র সঙ্গে চুক্তিবদ্ধ হন তিনি। মডেলসডটকমের সেরা ৫০ জন মডেলের তালিকায় তাঁর নাম ওঠে ২০১৪ সালের নভেম্বর। ব্রিটিশ ফ্যাশন কাউন্সিলের বছরসেরা আন্তর্জাতিক মডেল হিসেবে জিজি হাদিদের নাম ঘোষণা করা হয় ২০১৬ সালে।