ক্যানভাস রিপোর্ট
এ বছরের সবচেয়ে বর্নিল কনসার্ট অনুষ্ঠিত হয়ে গেলো আজ ৯ই মার্চ, ২০২৩ “রক এন্ড রিদম ২.০” শিরোনামে, যা আয়োজিত হয়েছে এডভেন্টর কমিউনিকেশন্স এর উদ্যোগে। এই কনসার্টে দারুণ সব লাইনআপে মেতে উঠেছিলো বাংলার তরুনসমাজ।
“রক এন্ড রিদম ২.০” একটি অন্যরকম মিউজিক ইভেন্ট সংগীতের শক্তিতে সবাই একত্রিত হয়েছে। এই কনসার্টে যোগ দিয়েছিলো প্রায় ৯ হাজার সংগীতপ্রেমী। এই কনসার্টের মূল আকর্ষণ “পপাই বাংলাদেশ”, যিনি প্রথমবারের মতো বাংলাদেশে সংগীত পরিবেশন করেছেন। এই ইভেন্টে এছাড়াও লাইভ পারফর্ম করেছে দেশের স্বনামধন্য ব্যান্ডদল অ্যাশেজ, মেঘদল, সোনার বাংলা সার্কাস, আফটারম্যাথ, হাইওয়ে, অড সিগনেচার, এবং স্মুচেজ। দর্শকেরা প্রবল আগ্রহে অপেক্ষায় ছিলো এই কনসার্টে যোগ দেওয়ার লক্ষ্যে।
ইভেন্টটি অনুষ্ঠিত হয়েছে ঢাকার সবচেয়ে বড় মিউজিক্যাল ভেন্যু আইসিসিবি হল ৪, যেখানে ছিলো অসাধারণ সাউন্ড সিস্টেম এবং লাইটিং সিস্টেম।