লা রিভের এবারের ঈদ সংগ্রহের নাম ইন্ডালজেন্স। নারী, পুরুষ, টিন, কিড ও নিউ বর্ন– পরিবারের সবার জন্যই ঈদ পোশাক তৈরি করেছে এই দেশি ব্র্যান্ড।
লা রিভের প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস ঈদ সংকলন বিষয়ে বলেন, ‘আমাদের এবারের আয়োজনে ফ্যাব্রিকে নতুনত্ব আছে। দেশের আবহাওয়া এবং উৎসবের আমেজ– দুই দিকেই গুরুত্ব দিয়ে ঈদের পার্টি ও এক্সক্লুসিভ পোশাকগুলোতে ব্যবহার করা হয়েছে সিল্ক ও ভিসকোস ব্লেন্ড করা বিশেষায়িত কাপড়, যা উৎসবের আভিজাত্য এবং গ্রীষ্মের গরম, দুটোকেই সমন্বয় করবে।’
আভিজাত্যে সিল্ক ও মসলিনের ব্যবহার চিরায়ত। লা রিভ ঈদ কালেকশনে মসলিন, সিল্কের পাশাপাশি ক্রেপ, সিল্ক ও ভিসকোস-ব্লেন্ড, অরগাঞ্জা, ভিসকোস, ফেইলি, স্ট্রেচড্-ফেইলি, প্রিমিয়াম কটন, জর্জেট, ক্রেপ জর্জেট, রামি, স্লাব কটন কাপড় ব্যবহার করা হয়েছে। কারচুপি, এম্ব্রয়ডারি, স্ক্যালোপ, কাটওয়ার্ক, লেজার কাট, প্যাচওয়ার্ক, ফয়েল প্রিন্টের রুচিশীল ব্যবহার পোশাকগুলোতে উৎসবের আমেজ নিয়ে এসেছে।
প্রিন্ট-স্টোরিতে এবার প্রাধান্য পেয়েছে টার্কিশ মোটিফ ও ইসলামিক প্যাটার্ন। পাশাপাশি পপ-অন কালারে ফ্যান্টাসি ফ্লোরাল, বর্ডার-প্রিন্ট হাইলাইট করা কার্টুন ফ্লোরাল ও সাররিয়েল ফ্লোরাল নামে তিন ধরনের ফ্লোরাল প্রিন্ট দেখা যাবে। আরও আছে অপটিক্যাল ও জিওমেট্রিক ইল্যুশন, প্যাটার্নড প্রপোরশান প্লে, এমবেলিশমেন্ট-ফোকাসড ক্রিয়েটিভ কোর, টাই-ডাই ইন্সপিরেশন, লিনিয়ার ডিপ, পোলকা ডট ও ফগড্ লাইনের মতো প্রিন্টস্টোরি।
ব্র্যান্ডটির এক্সক্লুসিভ লেবেল নার্গিসাসে যুক্ত হয়েছে অভিজাত পার্টি পোশাকের নজরকাড়া সব ডিজাইন।
লা রিভের সকল শো রুমেই পাওয়া যাবে ঈদের সংগ্রহ। আবার চাইলে ঘরে বসেই ঈদ শপিং অনলাইন পোর্টাল www.lerevecraze.com, অথবা লা রিভ অ্যাপে সেরে নেওয়া যাবে।
- সারাহ্/ ক্যানভাস অনলাইন
ছবি: লা রিভ-এর সৌজন্যে