লেয়ারিং দাপটের সাথে নিজের অবস্থানকে নিশ্চিত করেছে এ বছরেও। এমনকি আন্তর্জাতিক ফ্যাশনেও দেখা যায় এর উপস্থিতি। আমাদের দেশও কম যায় না। বেশ কিছু দেশি ব্র্যান্ডেও দেখা যাচ্ছে লেয়ারিংকে গুরুত্ব দিতে।এই সময়ের কখনো মেঘ কখনো বৃষ্টির সময়ে ট্রেন্ডি লেয়ারিং এই খুঁজে পাওয়া যেতে পারে সমাধান। কিভাবে? এখন আবহাওয়াতে ভ্যাপসা গরমের উঁকিঝুঁকি। এরই বিরতিতে বৃষ্টির লুকোচুরি। আকাশে লাগাতার ছাই রঙা মেঘের অবস্থানের কথা বলাই বাহুল্য! একটুতেই ঘাম বড্ড যন্ত্রনা দিচ্ছে। আবার, গাড়ি, অফিস, বাড়িতে তাপানুকুল যন্ত্র। যেখানে গরমের কোন খোঁজ নেই। বরং বেশ শীত অনুভূত হয়। এই যে তাপমাত্রার পার্থক্য, এর প্রভাব শরীরেও পরে। এবং, তা মোটেই ইতিবাচক নয়।
লেয়ারিং পোশাক পরলে ঘর-বাহির দু জায়গাতেই স্বস্তিকর পরিবেশ পেতে পারেন। কারন, লেয়ার পিসটি চাইলে খুলেও রাখা যেতে পারে। এখানেই লেয়ারিং এর জাদু। পূজার ছুটিতে সন্ধ্যে রাতে কালোর সাথে উজ্জ্বল রঙের মাধুরী মেশানো শ্রাগ বেশ মানাবে। অন্য গাঢ় রংও বেছে নিতে পারেন। মন্ডপ, দাওয়াত আর আড্ডা সবেতেই পরতে পারবেন।
সারাহ্/অনলাইন
ছবিঃ টেলস অব বাংলাদেশ
মডেলঃ নুসরাত দীপা