এগিয়ে চলছে প্রযুক্তি। জীবনযাপন হয়ে আসছে সহজ। সহজ থেকে সহজতর করতে কোমর বেঁধে এগিয়ে চলেছে প্রযুক্তি। প্রযুক্তির অগ্রগতি সবচেয়ে বেশি চোখে পড়ে মোবাইল ফোনে। একসময় তারের মাধ্যমে কথা বলা, তারপর এলো তারহীন মোবাইল ফোন। ধীরে ধীরে সেই মোবাইল ফোনে যুক্ত হতে থাকল নানা রকম ফিচার।
এ যুগে এসে ফোনকে আরও আধুনিক করে তুলতে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান সামস্যাং বাজারে আনতে চলেছে ভাঁজ করার সুবিধাযুক্ত স্মার্টফোন। অবশ্য ভাঁজ করা ফোন নিয়ে গুঞ্জন চলছিল অনেক আগে থেকেই। সামস্যাং এ নিয়ে কাজ করলেও ঠিক কবে নাগাদ এ ফোন তারা বাজারে ছাড়বে, সে বিষয়ে সুনির্দিষ্ট দিনক্ষণ সম্পর্কে কিছুই জানায়নি তারা। তবে প্রযুক্তি বিশ্লেষকেরা নিশ্চিত হতে পেরেছেন, ২০১৯ সালেই ভাঁজ করা ফোন বাজারে আনবে সামস্যাং।
‘উইনার’ কোডনেম ব্যবহার করে ভাঁজ করা ফোন তৈরি করছে স্যামসাং। এতে ৭ ইঞ্চি মাপের ট্যাবলেটের মতো স্ক্রিন থাকার কথা। ফোনটি ভাঁজ করে প্রচলিত স্মার্টফোনের মতোই ব্যবহার করা যাবে। স্মার্টফোনটির দাম প্রায় ১ হাজার ৫০০ মার্কিন ডলারের বেশি হতে পারে বলে জানা গেছে।