সুপারমডেল জেসিকা মিন অ্যান এবার ফ্যাশন রানওয়েতে হাঁটলেন বাংলাদেশি ডিজাইনার আসমা সুলতানার পোশাকে। ৪ সেপ্টেম্বর ক্যাটওয়াক অন ওয়াটার ফ্যাশন শোর সপ্তম আসরে অংশ নেয় এই ডিজাইনারের ব্র্যান্ড জোয়ান অ্যাশ। ফ্রান্সের রাজধানী প্যারিসে সেইন নদীর ওপর একটি নৌকায় অনুষ্ঠিত হয় ফ্যাশন শোটি। জেসিকা মিন অ্যান’স অটাম ফ্যাশন শো ২০১৮ তে প্রদর্শন করা হয় মোট সাতটি কালেকশন। অংশগ্রহণকারীদের মধ্যে বাংলাদেশি ব্র্যান্ড জোয়ান অ্যাশ ছাড়া আরও যারা অংশ নিয়েছে, তারা হলো পেরুর ফ্যাশন ডিজাইনার আনি আলভারেজ ক্যালডেরন, সংযুক্ত আরব আমিরাতের ফ্যাশন ব্র্যান্ড অ্যাটেলিয়ের জুরাহ, ফ্রান্সের ফ্যাশন ব্র্যান্ড দ্য গালুচ্যাট, জাপানের ফ্যাশন ডিজাইনার ইয়ামি ক্যাটসুরা, যুক্তরাষ্ট্রের ফ্যাশন ডিজাইনার নুরিয়াহ ও ভিয়েতনামের ফ্যাশন ব্র্যান্ড কোকোসিন। যেখানে জোয়ান অ্যাশ প্রদর্শন করে রাজযোদ্ধাদের পোশাক থেকে অনুপ্রাণিত কতুর ও গাউন।
উল্লেখ্য, এর আগে ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে জোয়ান অ্যাশ অংশ নেয় নিউইয়র্ক ফ্যাশন শোতে। আসমা সুলতানার জোয়ান অ্যাশ বাংলাদেশি ফ্যাশন ব্র্যান্ড এক্সট্যাসির অঙ্গপ্রতিষ্ঠান।