skip to Main Content
লা রিভের ইথার

মেঘমেদুর এই সময়ে সামার ফ্যাশনের ট্রেন্ড গেছে বদলে। শুধু তাপ শোষণ করে– এমন নয়; মৃদুমন্দ বাতাসের আরাম পাওয়া যায়, এমন পোশাকই উঠে আসছে ফ্যাশনপ্রেমীদের শপিং লিস্টে। এমনই সময়ে আবহাওয়া আর ট্রেন্ড মাথায় রেখে দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড লা রিভ লঞ্চ করেছে সামারের সম্পূর্ণ নতুন একটি কালেকশন। যার নামকরণ করা হয়েছে ইথার (Aether)।

ইথারের ধারণার মতোই কোমল, হালকা ও ফ্লোয়ি ডিজাইনে সাজানো হয়েছে সামারের নতুন এই কালেকশন। লা রিভের প্রধান নির্বাহী কর্মকর্তা মন্নুজান নার্গিস বলেন, কালার প্যালেটে সেন্টিমেন্ট কালার হিসেবে ব্লু-স্টার শেডকে বেছে নেওয়া হয়েছে। আরও আছে সামার-ফ্রেন্ডলি ব্লু, মিন্ট, জ্যাসপার, স্টিল, লাইট ল্যাভেন্ডার, মিউটেড পিংক ও আর্দি শেডের প্যালেট। কাপড় হিসেবে ব্রিদেবল জুম, ভিসকোস, রেয়ন-ব্লেন্ড, লাইট ক্রেপ, কটন, জর্জেট ও সফট নিট বেশি দেখা যাবে। কমফোর্টেবল ও ফ্লেক্সিবল ফিটিং এই কালেকশনের অন্যতম বৈশিষ্ট্য, যেন আবহাওয়ার উত্তাপ ফ্যাশনে বাধা হয়ে না দাঁড়াতে পারে। পোশাকে বাতাসের মতো হালকা, অথচ ফ্লোয়ি ভাইব ধরে রাখার জন্য ফ্লেয়ার, লেয়ার, টিয়ার, র‍্যাফল, ড্রপ শোল্ডার, প্যাচড কাফ ও রেট্রো-প্যাটার্নের অন্য রকম কিছু কাজ চোখে পড়বে এবার।

নারীদের জন্য লা রিভের সামার কালেকশনে থাকছে ক্যাজুয়াল ও পার্টি-উপযোগী সালোয়ার কামিজ, সিঙ্গেল কামিজ, শর্ট ও মিড লেংথ এবং শ্রাগ-স্টাইল টিউনিক, টপস, কটন শাড়ি, গাউন, কোটি, শ্রাগ, টপস ও ক্যাজুয়াল শার্ট। বটমস সেকশনে প্রিন্টেড ও সামার কালার হাইলাইট করা পালাজ্জো, লেগিংস, স্কার্ট, হারেম, ডেনিম, কুলোটস এবং অফিসে পরার ফরমাল প্যান্টও থাকছে।

সামার টপ, টিউনিক ও শর্ট মিডিজ পরার জন্য মানানসই বটমসওয়্যারের বিকল্প নেই। তাই নতুন কালেকশনে সামারের বটমওয়্যারের দারুণ একটি ক্যাপসুল থাকছে। সেখানে পাওয়া যাচ্ছে প্যান্ট ছাঁটে পালাজ্জো, স্কার্ট পালাজ্জো; প্রিন্টেড ও সিঙ্গেল কালারের পালাজ্জোও। যারা সরু কাট পরতে পছন্দ করেন, তাদের জন্য স্ট্রেট ও ট্যাপার কাট প্যান্ট, কুলোটস প্যান্টসহ লেগিংসের নতুন ডিজাইনও যোগ করা হয়েছে। এ ছাড়াও স্কার্ট ও হারেম প্যান্টস তো থাকছেই।

পুরুষদের জন্য থাকছে আরামদায়ক ও ট্রেন্ডি পাঞ্জাবি, টিশার্ট, পোলো শার্ট, জিম ভেস্ট ও নানা ধরনের শার্টের সমাহার। যেকোনো আড্ডায় পরার ক্যাজুয়াল শার্ট, ঘরে পরার কমফোর্ট শার্ট, পার্টির প্রিমিয়াম শার্ট এবং অফিসে পরার ফরমাল শার্ট– সবই পাওয়া যাবে সামারের এই সিলেকশনে। একমাত্র মেনজ সেকশনে দেখা যাবে এই সিজনের বহুল আকাঙ্ক্ষিত ড্রপ-শোল্ডার টিশার্ট, যা মানিয়ে যাবে টিন ও যুবা– সব বয়সের পুরুষের দেহে। ছেলেদের বটমস সেকশনে পাঞ্জাবির সঙ্গে পরার জন্য প্যান্ট কাট পাজামা পাওয়া যাবে; পাশেই দেখা মিলবে ডেনিম প্যান্টস, বারমুডা প্যান্টস ও ট্রাডিশনাল লুঙ্গির।

বালিকাদের সামার পোশাকের জন্য টিউনিক, ফ্রক, ইভেন সেট, সালোয়ার কামিজ, ঘাগরা চোলি সেট ও কমফোর্ট লেগিংস ডিজাইন করেছে লা রিভ। বালকদের জন্য পোলো ও টিশার্ট, ক্যাজুয়াল শার্ট, পাঞ্জাবি ও প্যান্টস ডিজাইন করা হয়েছে। নবজাতকদের জন্যও থাকছে সামারের বিশেষ আয়োজন।

লা রিভ সামার ২০২৫ কালেকশন পাওয়া যাচ্ছে ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, খুলনা, সিলেট, রাজশাহী, বরিশাল, ময়মনসিংহ, রংপুর, ও চট্টগ্রামসহ মোট ২৬টি স্টোর ও অনলাইনে (www.lerevecraze.com)। বিস্তারিত জানতে লগইন করতে পারেন ব্র্যান্ডটির অফিশিয়াল ফেসবুক পেজ– www.facebook.com/lerevecraze-এ।

  • সারাহ্/ ক্যানভাস অনলাইন
    ছবি: লা রিভ-এর সৌজন্যে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top