skip to Main Content
এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৫: তারকাদের সেরা লুক

সংগীত জগতের মর্যাদাপূর্ণ পুরস্কার আয়োজন ‘এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস’-এর এবারের আসর অনুষ্ঠিত হয়ে গেল রোববার (৭ সেপ্টেম্বর ২০২৫); যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের এলমন্টের ইউবিএস অ্যারেনায়। বরাবরের মতো এবারই তাতে বসেছিল তারকার হাট। তাতে ছড়িয়েছে ফ্যাশনের স্মরণীয় দ্যুতি।

চূড়ান্ত পুরস্কার বিজয়ীদের তালিকায় নজর বুলানোর পাশাপাশি দেখে নেওয়া যাক বাছাইকৃত তারকাদের লুক।

প্যারিস হিলটন। ওয়্যারড্রোব: দ্য ব্লন্ডস। ছবি: নোম গালাই/গেটি ইমেজ

এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৫ বিজয়ী:

ভিডিও অব দ্য ইয়ার: আরিয়ানা গ্র্যান্ডে [‘ব্রাইটার ডেজ অ্যাহেড’]

বেস্ট পপ আর্টিস্ট: সাবরিনা কার্পেন্টার

বেস্ট হিপ-হপ: ডোইচি [‘এনজাইটি’]

মেগান মরোনি। ছবি: গিলবার্ট ফ্লোরেস/গেটি ইমেজ

বেস্ট রক: কোল্ডপ্লে [‘অল মাই লাভ’]

বেস্ট ল্যাটিন: শাকিরা [‘সোলতেরা’]

দোজা ক্যাট। ওয়্যারড্রোব: বালমেইন। ছবি: দিয়া দিপাসুপিল

বেস্ট লং ফর্ম ভিডিও: আরিয়ানা গ্র্যান্ডে [‘ব্রাইটার ডেজ অ্যাহেড’]

ভিডিও ফর গুড: চার্লি এক্সসিএক্স [‘গেজ’ ফিচারিং বিলি আইলিশ]

বেস্ট ডিরেকশন: লেডি গাগা [‘অ্যাব্রাকাড্যাব্রা’]

টায়লা। ওয়্যারড্রোব: শ্যানেল। ছবি: নোম গালাই

বেস্ট আর্ট ডিরেকশন: লেডি গাগা [‘অ্যাব্রাকাড্যাব্রা’]

বেস্ট সিনেমাটোগ্রাফি: কেন্ড্রিক লামার [‘নট লাইক আস’]

বেস্ট এডিটিং: টেট ম্যাকরে [‘জাস্ট কিপ ওয়াচিং’]

বেস্ট কোরিওগ্রাফি: ডোইচি [‘এনজাইটি’]

সাবরিনা কার্পেন্টার। ওয়্যারড্রোব: ভ্যালেন্তিনো। ছবি: নোম গালাই

বেস্ট ভিজুয়াল ইফেক্টস: সাবরিনা কার্পেন্টার [‘ম্যানচাইল্ড’]

বেস্ট গ্রুপ: ব্ল্যাকপিংক

বেস্ট কোলাবরেশন: লেডি গাগা ও ব্রুনো মার্স [‘ডাই উইদ আ স্মাইল’]

বেস্ট পপ: আরিয়ানা গ্র্যান্ডে [‘ব্রাইটার ডেজ অ্যাহেড’]

ক্যাটসআই। ওয়্যারড্রোব: ডলশে অ্যান্ড গাবানা। ছবি: কেভিন মাজুর

বেস্ট অ্যালবাম: সাবরিনা কার্পেন্টার [‘শর্ট এন সুইট’]

এমটিভি পুশ পারফরমেন্স অব দ্য ইয়ার: ক্যাটসআই [‘টাচ’]

সং অব দ্য ইয়ার: রোজ ও ব্রুনো মার্স [‘অ্যাপ্ট.’]

বেস্ট অ্যাফ্রোবিটস: টায়লা [‘পুশ ২ স্টার্ট’]

সোম্বার। ওয়্যারড্রোব: ভ্যালেন্তিনো। ছবি: নোম গালাই

বেস্ট কে-পপ: লিসা ফিচারিং ডোজা ক্যাট অ্যান্ড রে [‘বর্ন অ্যাগেইন’]

বেস্ট কান্ট্রি: মেগান মরোনি [‘অ্যাম আই ওকে?’]

আর্টিস্ট অব দ্য ইয়ার: লেডি গাগা

আরিয়ানা গ্র্যান্ডে। ওয়্যারড্রোব: ফেন্ডি। ছবি: দিমিত্রিয়োস কাম্বুরিস

সং অব দ্য সামার: টেট ম্যাকরে [‘জাস্ট কিপ ওয়াচিং’]

বেস্ট অল্টারনেটিভ: সোম্বার [‘ব্যাক টু ফ্রেন্ডস’]

এফকেএ টুইগস। ছবি: কেভিন মাজুর/গেটি ইমেজ

বেস্ট আরঅ্যান্ডবি: মারিয়া কেরি [‘টাইপ ড্যাঞ্জারাস’]

বেস্ট নিউ আর্টিস্ট: অ্যালেক্স ওয়ারেন

রিকি মার্টিন। ছবি: নোম গালাই

মাইকেল জ্যাকসন ভিডিও ভ্যানগার্ড অ্যাওয়ার্ড: মারিয়া কেরি

রক দ্য বেলস ভিশনারি অ্যাওয়ার্ড: বুস্টা রাইমস

ল্যাটিন আইকন অ্যাওয়ার্ড: রিকি মার্টিন।

  • ক্যানভাস অনলাইন
    সূত্র: ভ্যারাইটি
    ছবি: হারপার’স বাজার, নিউইয়র্ক টাইমস, ভ্যারাইটি’র সৌজন্যে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top