skip to Main Content
শেফস বিয়ন্ড হোম সিজন ফোর

নারীভিত্তিক কমিউনিটি ‘পপ অফ কালার লিমিটেড’ চতুর্থবারের মতো আয়োজন করতে যাচ্ছে ফার্ম ফ্রেশ নিবেদিত শেফস বিয়ন্ড হোম সিজন ফোর, ২০২৪। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রন্ধনশিল্প নিয়ে কাজ করা নারীদের সফলতার পথে এগিয়ে যাওয়ার লক্ষ্যে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে এই উদ্যোগ।

পপ অফ কালারের দশ বছর পুর্তি উপলক্ষে নেওয়া একটি প্রকল্প বিউটিফুল বাংলাদেশ। এই প্রকল্পের মাধ্যমে কমিউনিটিটি এক অনন্য সুন্দর রূপ তুলে ধরতে চায় পুরো বিশ্বের কাছে। বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি ও সোন্দর্য্য সবই এদেশের মানুষের প্রাচুর্য। এই প্রকল্পের প্রথম অংশ হিসেবে বাংলাদেশের সবচেয়ে বড় খাবারের উৎসব ফ্রার্ম ফ্রেশ নিবেদিত এবং পপ অফ কালার আয়োজিত শেফস বিয়ন্ড হোম সিজন ফোর-এর মূল বিষয়বস্তু হিসেবে থাকছে এবারের হোম শেফদের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী খাবারগুলো তুলে ধরা। ২৪ ও ২৫ মে ২০২৪, সকাল ১০ টা থেকে রাত ৯ টা পর্যন্ত ধানমন্ডির মাইডাস সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ আয়োজন।

ঝিনাইদহের সেরা গুড়ের পায়েস ও মজার আচার নিয়ে উপস্থিত থাকবে বাবা’স বেকিং জোন, খুলনার চুই ঝাল খাইয়ে তৃপ্তি দিবে তৃপ্তি ক্যাটারিং, নারায়ণগঞ্জ জেলা খেলা জমাবে বেকারী ও ডিসার্ট দিয়ে, বিক্রমপুরের ঐতিহ্যবাহী ও স্বাদে ভরপুর সব খাবার দিয়ে মন ভরাবে বিক্রমপুরের মেয়ের উদ্যোগ দ্যা কুজিনিয়ার ,এপার ওপার বাংলার টক ঝাল মিষ্টি বাহারী আচারের সৃষ্টি নিয়ে থাকবেন মায়ের হাতের আচার, পিঠা পুলির ফেনীর প্রতিনিধিত্ব করবেন জান্নাতস কিচেন ও ফেনীর বিখ্যাত সাগরানা থাকবে হোমমেডে, নোয়াখালীর নানা বিখ্যাত খাবার নিয়ে থাকছে নাইস কিচেন, ঢাকাইয়া ঐতিহ্য মাঠা থাকবে বেক এন টেক এ এবং ঢাকার সেরা সব মুখরোচক খাবার পেয়ে যাবেন ফ্যাটি বানে, এছাড়া যশোরের বিখ্যাত সব খাবার পাবেন গড়মেট কিচেন বাই শেহরীনে।নোয়াখালীর সেরা পিঠা পুলি ও কেক পুডিং নিয়ে আসবেন কেক ও রিদম, সাতক্ষীরার বিখ্যাত খাবারগুলো পেতে আসতে হবে মৃদুল কিচেনে।

অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসেবে থাকছে ফার্ম ফ্রেশ। ইন এসোসিয়েশন পার্টনার হিসেবে থাকছে দ্য ডেইলি স্টার । ইনভাইটেশন পার্টনার কোকো পুডিং এবং মায়ের হাতের আচার। নিউট্রেশন পার্টনার শক্তি প্লাস। এ ছাড়াও কো-স্পন্সর পার্টনার পপ অফ হোপ ফাউন্ডেশন, মেন্টাল হেলথ ওয়েল বিং পার্টনার পপ অফ সিক্রেট। পাওয়ার্ড বাই পপ অফ ফ্লেভারস। মিডিয়া পার্টনার হিসেবে থাকছে চ্যানেল আই এবং হালফ্যাশন, রেডিও পার্টনার হিসেবে থাকছে রেডিও টুডে, প্রোগ্রাম পার্টনার হিসেবে থাকছে উদ্যোক্তা চ্যানেল আই। ডিজিটাল ব্রডকাস্ট হিসেবে থাকছে উদ্যোক্তা বার্তা। স্ট্র্যাটিজিক পার্টনার হিসেবে থাকছে মুনির হাসান ডট কম, লজিস্টিক পার্টনার হিসেবে থাকছে ই-কুরিয়ার, ফটোগ্রাফি পার্টনার হিসেবে থাকছে দি ওয়েডিং টেলস, ম্যাগাজিন পার্টনার হিসেবে থাকছে ক্যানভাস এবং আইস টুডে।

খাবার ভিত্তিক হলেও এই আয়োজন একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করবে বলে মনে করছেন আয়োজকরা। তাতে গান গাইবেন দূরবীন ব্যান্ডের শহীদ। আরও থাকছে লাইভ কুকিং, মেহেদি কর্নার, কুইজ প্রতিযোগিতা, র‍্যাফেল ড্র প্রভৃতি।

অংশগ্রহণকারীদের মধ্যে পাঁচ ক্যাটাগরিতে বিতরন করা হবে পুরস্কার । ক্যাটাগরি গুলো হলো দ্য ইমপ্যাক্ট মেকার (বেস্ট মার্কেটিং), দ্য রাইজিং স্টার (নতুন উদ্যোক্তা), দ্য এস্থেটিক (কাস্টমার সার্ভিস), দ্য ইনজিনিয়াস (নতুন খাবার এবং ডেকরেশন), দ্য কনকিউয়ার (বেস্ট সেলার)।

  • ক্যানভাস অনলাইন
    ছবি: পপ অফ কালার-এর সৌজন্যে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top