পরিবারে সবচেয়ে ছোট শিশুটির বেড়ে ওঠা নিয়ে আমরা যেমন খুশি থাকি, তেমনই থাকি দুশ্চিন্তায়। যেন পিছলে না পড়ে যায়, কোনো কিছুর খোঁচা না লাগে, ধারালো কিছুর কাছে গেল কি না, বৈদ্যুতিক কিছু ছুঁলো কি না- এসব বিষয়ে আমরা খুব চিন্তায় থাকি।
আমাদের ছোট শিশুটির বেড়া ওঠা নিয়ে দুশ্চিন্তায় পড়তে হবে না যদি ঘরের ভেতর ছোটখাটো কিছু পরিবর্তন নিয়ে আসা যায়।
সেফটি গার্ড বা মাস্কিং টেপ
আসবাবের ধারালো কোণগুলো থেকে সবচেয়ে বেশি সুরক্ষার প্রয়োজন। বিশেষ করে কাচের আসবাবগুলো। এসব কোণ ঢাকতে বাজারে কোণরক্ষক পাওয়া যায়। এ ছাড়া কিনারাগুলো ঢেকে দিতে মাস্কিং টেপ অথবা শোলা ব্যবহার করা যেতে পারে। মাস্কিং টেপ দিয়ে বৈদ্যুতিক জিনিসগুলোও ঢেকে রাখা যায়। ড্রয়ারে বা শেলফে কোনো বিষাক্ত জিনিস থাকলে সেখানে লাগানো যেতে পারে সেফটি লক।
নাগালের বাইরে
সেলফে শিশুর খেলনা স্টেশনারি গুছিয়ে রাখা ভালো। এ ক্ষেত্রে সিলিং থেকে ১২ ইঞ্চি নিচে দেয়ালে ৬ থেকে ৮ ইঞ্চি প্রস্থের সেলফ বানানো যেতে পারে। এতে করে সেগুলো চোখের সামনেই থাকবে, তবে নাগালের বাইরে।
গ্রিলের মাপ ঠিক রাখা
বাড়ি নির্মাণের সময় গ্রিলের মাঝখানে ফাঁকা রাখার ব্যাপারটা লক্ষ রাখতে হবে। এত ছোট ফাঁকা যেন না হয় ছোট বাচ্চারা বেয়ে বেয়ে উপরে উঠে যায়। আবার বেশি বড়ও না। কারণ, অনেক সময় ছোট শরীর ফাঁকা দিয়ে গলে যায়। তবে অনেক সময় দেখা যায় শিশুদের কথা মাথায় রেখে গ্রিল নির্মাণ করা হয় না সে ক্ষেত্রে ফাঁকাগুলো বেত বা স্টেইনলেস রড বেঁধে দিয়ে বন্ধ করা যায়। ফাঁকাগুলোর প্রস্থ সর্বোচ্চ ৪ ইঞ্চি হতে হবে, এর বেশি নয়।
নরম কোমল আচ্ছাদন
বাচ্চারা খেলাধুলা করতে করতে পড়ে গিয়ে ব্যথা পেতে পারে। এর জন্য ঘরের মেঝে পুরোটা প্লে-প্যান দিয়ে ঢেকে ফেলা ভালো। প্লে-প্যান সর্বদা পরিষ্কার রাখা জরুরি।
অটল অনড়
শিশুদের বেড়ে ওঠার সময় তারা নানান জিনিসে ভর দিয়ে চলে। কখনো কখনো আবার আসবাবও বেয়ে ওঠে। বেয়ে ওঠা আসবাবটি যদি হালকা হয়, তাহলে তা পড়ে যেতে পারে এবং সেখানে কোনো ভারী বস্তু থাকলে ঘটতে পারে দুর্ঘটনা। সে জন্য হালকা আসবাব শিশুর কাছে না রাখাই ভালো। রাখলেও তা দেয়ালের সঙ্গে সুদৃঢ়ভাবে জুড়ে রাখতে হবে।