রাজধানীর অভিজাত বিপনী বিতান ইউনিমার্টের শেফ’স টেবিলে শুরু হয়েছে ‘দি জামদানী’র দ্বিতীয় জামদানী প্রদর্শনী। বৃহস্পতিবার দুপুর ১২টায় স্বতন্ত্র বুননের জামদানী শাড়ীর এ প্রদর্শনী উদ্বোধন করেন টাঙ্গাইল শাড়ী কুটিরের প্রতিষ্ঠাতা মনিরা এমদাদ।
উদ্বোধন পর্বে উপস্থিত ছিলেন জামদানী শাড়ির পাচ বয়নশিল্পী: মকবুল মিয়া, ফজলুল হক, আতাউর রহমান, খোরশেদ ও কায়সার।
জামদানী শিল্পের নান্দনিক মর্যাদাময় বয়ন নকশা এবং অসাধারণ কারিগরি নৈপূন্য তুলে ধরতে এ প্রদর্শনীর আয়োজন করে থাকেন বলে জানালেন ‘দি জামদানী’র স্বত্ত্বাধিকারী সৈয়দা আফরিন আরা চৌধুরী।
সৈয়দা আফরিন আরা চৌধুরী বলেন, ‘জামদানী বুননে কারিগরি দক্ষতার চাইতে নৈপূন্য ও শৈল্পিক দক্ষতাই বেশি প্রাধান্য পায়।’ প্রতিটি জামদানী শাড়ি নিজস্ব একটা সৌন্দর্য বহন করে জামদানী শিল্পের নান্দনিক মর্যাদাময় বয়ন নকশা এবং অসাধারণ কারিগরি নৈপূন্য সকলের মাঝে ছড়িয়ে দেয়াও এ প্রদর্শনীর উদ্দেশ্য বলে জানান তিনি।
শেফ’স টেবিলে এ প্রদর্শনীতে প্রতিটি শাড়ী বুননে অনন্য, ডিজাইনে স্বতন্ত্র এবং সৌন্দর্যে রয়েছে বাংলার মাটির গন্ধ। শুক্রবার ও শনিবার দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত এ প্রদর্শনী চলবে।