জুয়েলারি ব্র্যান্ড শৈলী। সৃজনশীল নকশায় মুগ্ধতা বিলিয়ে যাচ্ছে এক যুগ ধরে। আগামী বৃহস্পতিবার (১০ অক্টোবর ২০২৪) রাজধানীর দ্বীপ গ্যালারিতে ব্র্যান্ডটি আয়োজন করতে যাচ্ছে ব্যতিক্রমী এক প্রদর্শনী। শিরোনাম ‘স্যাকরার তাঁতিবাজার’।
ব্র্যান্ডটির কর্ণধার তাহমীনা শৈলী ক্যানভাসকে জানিয়েছেন তাঁতিবাজারের সঙ্গে তার সংসারের বিস্তারিত।
হ্যান্ড ক্রাফটেড জুয়েলারি আর্টিস্ট তাহমিনা শৈলী। নিজ নামেই তৈরি করেছেন ব্র্যান্ড। ১২ বছর ধরে গয়না বানানোর কাজ করছেন তাঁতিবাজারে। দীর্ঘ এই যাত্রায় তিনি ঢাকার ব্যস্ত স্থানটিকে দেখেছেন খুব কাছ থেকে।
বিস্ময়ে ভরপুর এই জায়গা সম্পর্কে শৈলী বলেন, ‘তাঁতিবাজার শুনলেই ভীষণ ভীড়ের অনেক পুরনো ব্যস্ত এক পাড়া ভেসে ওঠে চোখে। সরু গলিতে ঠাসাঠাসি দোকান। মন্দির-মসজিদের পাশাপাশি অবস্থান। ধুপ, ধুনো, আগরবাতির মিলিত সুবাস। দূর থেকে ভেসে আসে মসজিদের আওয়াজ আর মন্দিরের ঘণ্টির শব্দ। দুপুরের ডাল-ভাত, চা-বেগুনি, সুখ- দুঃখের কথা। এ যেন এক টুকরো আলাদা জগত। যেখানে নিজেরাই নিজেদের দুনিয়া বানিয়েছেন শিল্পীরা। ধর্ম-বর্ণ এখানে বিভেদের কারণ নয়। সবাই এক সঙ্গে এক পরিবার হয়ে থাকার বন্ধন বড্ড দৃঢ়। আবার, সেখানে ঝলমলে গয়নার চকমকে সাজ, লাল-নীল মিনাকারীর রঙিন দুনিয়া। বিচ্ছুরণের গোলকে হারিয়ে যেতে যেতে স্যাকরার গলায় শোনা যায় তার পকেটে বাড়ি ফেরার বাস ভাড়ার খুঁচরোতেও টান। বিস্মিত মন তখন জানতে চায়, আলোকের নিচে তাহলে ঠিক কতটা আঁধার জমে আছে?’
সেই চেনা তাঁতিবাজারের অচেনা গানের গল্পের ঝুড়ি নিয়ে গয়না শিল্পী, উদ্যোক্তা ও প্রশিক্ষক তাহমীনা শৈলীর আনন্দ প্রয়াস ‘স্যাকরার তাঁতিবাজার’। ১০ থেকে ১৯ অক্টোবর, বিকেল ৪টা থেকে রাত ৯টা লালমাটিয়ার দ্বীপ গ্যালারিতে চলবে এই প্রদর্শনী।
- সারাহ্ দীনা/ ক্যানভাস অনলাইন
ছবি: তাহমীনা শৈলী’র সৌজন্যে