ক্যানভাস ডেস্ক
ভারতের খ্যাতিমান ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখার্জিকে ‘অ্যান্টি-ট্রেন্ডস’পন্থী হিসেবে গণ্য করাই যায়; তবে ব্রাইডাল ফ্যাশনের প্রসঙ্গ যখন আসে, তিনি তখন রীতিমতো ট্রেন্ডসেটার। ইন্ডিয়ান ব্লাউজে মডেস্টির কোনো নতুন ভাবনা জুড়ে দেওয়া কিংবা নেকলাইনকে ‘বিপজ্জনক’ মাত্রার লো করে তোলার ক্ষেত্রে তিনি ট্রেন্ডের ওপর ছড়ি ঘোরান!

ছবি: সব্যসাচী রেড/ভোগ ইন্ডিয়া
ব্রাইডাল ড্রেসে সব্যসাচীর রাজত্ব এক দশকেরও বেশিকাল ধরে চলছে। আসলে আনুশকা শর্মা থেকে শুরু করে ক্যাটরিনা কাইফ পর্যন্ত, হালের সব বলিউড ব্রাইডই নিজ বিয়ের পোশাকের প্রশ্নে ৪৮ বছর বয়সী এই ডিজাইনারের স্মরণাপন্ন হয়েছেন।

ছবি: সব্যসাচী রেড/ভোগ ইন্ডিয়া
নতুন বছরটি সব্যসাচী শুরু করেছিলেন তার সর্বশেষ ব্রাইডাল হেরিটেজ কালেকশনের ছবি নিজের ইনস্টাগ্রাম ফিডে প্রকাশ করে। ‘সব্যসাচী রেড’-এর এই কালেকশনের ক্যাপশনে লেখা ছিল স্রেফ, ‘রেড ইজ নট সিজনাল, ইট ইজ আইকনিক’।

ছবি: সব্যসাচী রেড/ভোগ ইন্ডিয়া
তিনি তার ব্রাইডাল কালেকশনে বরাবরই লাল রঙকে জায়গা করে দেন। তবে এবারের রেড কালেকশনে এই রঙ অন্যগুলোর চেয়ে আলাদা হয়ে উঠেছে তার ‘আলতা’ ব্যবহারের কারণে। হ্যাঁ, আলতার রঙেই নতুন পোশাক রাঙিয়েছেন তিনি।

ছবি: সব্যসাচী রেড/ভোগ ইন্ডিয়া
এভাবে ভারতীয় ঐতিহ্যের প্রতি আরও একবার সম্মান জানানোর নিজস্ব চমক জাহির করেছেন সব্যসাচী।
- সূত্র: ভোগ ইন্ডিয়া