ক্যানভাস রিপোর্ট:
শিরোনামহীন
স্কলাস্টিকা সাউন্ডওয়েভ ইভেন্টের মাধ্যমে স্কলাস্টিকা রোমাঞ্চকর অভিজ্ঞতার সাথে বছরটি শেষ করতে যাচ্ছে।কনসার্টটি মিরপুরের স্কলাস্টিকার সিনিয়র ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। আয়োজক হিসেবে ছিলেন স্কুলের তরুণ ছাত্র-ছাত্রীদের একটি দল।
আরবোভাইরাস
অনুষ্ঠানের আয়োজক সারিকা রেশ রহমান বলেন, “শৃঙ্খলাজনিত সমস্যার কারণে দুর্ভাগ্যবশত দেশের বিভিন্ন জায়গায় কনসার্ট বন্ধ রয়েছে।আমি গর্বের সাথে বলতে পারি যে স্কলাস্টিকা সাউন্ডওয়েভ অত্যন্ত সুশৃঙ্খলভাবে, কঠোর নিরাপত্তার সাথে অনুষ্ঠিত হয়েছিল, এমনকি সময়মতো সমাপ্ত হয়েছিল।”
আয়োজকবৃন্দ
আরেক সংগঠক, রাফাত ফাহমিদ বলেছেন, “একটি স্কলাস্টিকান স্বপ্ন সত্যি হয়েছে।আমাদের ক্যাম্পাসে বাংলাদেশি মিউজিক ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় নামদের পারফর্ম করা দেখে খুব ভালো লাগলো।”
স্কলাসটিকা সাউন্ডওয়েভ ছিল একটি চ্যারিটি ভিত্তিক কন্সার্ট। ১৮ই ডিসেম্বর অনুষ্ঠিত দিনব্যাপী এই কন্সার্টে বাংলাদেশের শীর্ষস্থানীয় সব ব্যান্ড অংশগ্রহণ করে।কনসার্টের লাইনআপে ছিল: শিরোনামহীন, আরবোভাইরাস, অ্যভোয়েড রাফা, ওড সিগনেচার, ও বি.এ.ই ।